২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অধিনায়ক রোনালদোকে আল নাসর সতীর্থরা যেভাবে দেখছেন

আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোরয়টার্স

সৌদি আরবের ক্লাব আল নাসরে আকাশচুম্বী বেতনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি মুদ্রায় দুই বছরের চুক্তিতে রোনালদোর আয় হবে ৪ হাজার ৪৬৯ কোটি টাকা। এই বিশাল অঙ্ক খেলাধুলার ইতিহাসেই সর্বোচ্চ। লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পেদের কাছেও যে অঙ্কটা এখনো স্বপ্নই।

আল নাসরে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন পর্তুগিজ তারকা। এর বাইরে লিওনেল মেসির পিএসজির সঙ্গে সৌদি একাদশের হয়ে খেলেছেন একটি প্রদর্শনী ম্যাচ। সৌদি আরবের ক্লাবটিতে রোনালদোর অভিজ্ঞতা ও তারকাখ্যাতির মূল্যায়নটা ভালোই হয়েছে।

তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ক্লাবের অধিনায়কত্বের ভার। মৌসুমের মাঝপথে তাঁকে অধিনায়ক করতে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আল নাসরের অভিজ্ঞ ডিফেন্ডার আবদুল্লাহ মাদুকে।

আরও পড়ুন

ব্যাপারটি কীভাবে দেখছেন আল নাসরের ফুটবলাররা? কিছুদিন আগেই ক্লাবে রোনালদোর সতীর্থ ব্রাজিলিয়ান ফুটবলার রুইজ গুস্তাভো বলেছিলেন, রোনালদোর উপস্থিতি আল নাসরের খেলোয়াড়দের জন্য খেলাটা কঠিন করে তুলেছে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে মৌসুমের মাঝপথে রোনালদোকে অধিনায়ক করাটা হয়তো আল নাসরের বাকি খেলোয়াড়েরা খুব ভালোভাবে নেননি।

রোনালদোকে অধিনায়ক করতে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আল নাসরের অভিজ্ঞ ডিফেন্ডার আবদুল্লাহ মাদুকে
ছবি: টুইটার

দলের উজবেক তারকা জালোলিদ্দিন মাশরিপভ জানিয়েছেন, রোনালদোকে অধিনায়ক করা নিয়ে আল নাসরের খেলোয়াড়দের মধ্যে কোনো অসন্তোষ নেই। তিনি মনে করেন রোনালদোর যে তারকাখ্যতি, অভিজ্ঞতা ও খেলার মান, তাতে অন্য কারও অধীন যদি রোনালদো খেলতেন, সেটিই অস্বস্তির কারণ হতো।

আল নাসরের বাকি ফুটবলাররাও সেটি মনে করেন। সে কারণেই ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই দেখছেন তাঁরা, ‘রোনালদো যদি অন্য কারও অধীন আল নাসরে খেলতেন সেটিই বরং একটু অদ্ভুত ব্যাপার হতো। এটা প্রত্যাশিতই ছিল।’

আরও পড়ুন

সৌদি আরব জাতীয় দলের খেলোয়াড় আবদুল্লাহ মাদু। তাঁকে রোনালদোর জন্য অধিনায়কত্ব বিসর্জন দিতে হয়েছে। ব্যাপারটি মাদু খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে জানিয়েছে মাশরিপভ, ‘মাদু আমাদের অধিনায়ক ছিল। তাকে যখন বলা হলো রোনালদোর জন্য অধিনায়কত্ব ছাড়ার কথা, সে তখন হাসিমুখেই বাহুবন্ধনী তার তুলে দিয়েছে। আমি মনে করি এটাই সবচেয়ে ভালো পথ, এর কোনো বিকল্প নেই।’

ভালো–মন্দের মিশেলে আল নাসরে যাত্রা শুরু হয়েছে রোনালদোর
ছবি : টুইটার

সৌদি আরবের রিয়াদে রোনালদোকে বিলাসী সুযোগ-সুবিধাই দেওয়া হচ্ছে। তাঁকে রাখা হচ্ছে বিলাসবহুল হোটেল ফোর সিজনে। সেখানে ১৭টি কক্ষে থাকছেন রোনালোর ব্যক্তিগত সহকারী, নিরাপত্তারক্ষীরা। রোনালদো বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে থাকছেন একটি ডুপ্লেক্স স্যুটে। স্বাভাবিকভাবেই আল নাসরের সতীর্থদের তুলনায় রোনালদোর এসব সুযোগ-সুবিধা বিশেষই।

আরও পড়ুন

মাদু নিজের অধিনায়কত্ব নিয়ে ত্যাগ স্বীকার করেছেন। আর মাশরিপভ ছেড়েছেন নিজের জার্সি নম্বর। আল নাসরে শুরু থেকেই ৭ নম্বর জার্সি পরে খেলছিলেন উজবেক ফুটবলার। কিন্তু রোনালদো আসার পর তিনি তাঁর এই ৭ নম্বর জার্সি তাঁকে দিয়ে দিয়েছেন ক্লাবের নির্দেশে। নিজে পরেছেন ৭৭ নম্বর জার্সি।

এ নিয়েও গুঞ্জন উঠেছিল সংবাদমাধ্যমে মাশরিপভ নাকি এই ক্ষোভে আল নাসর ছাড়ছেন। তবে উজবেক ফুটবলার গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি ৭ নম্বর জার্সি রোনালদোকে দিতে পেরে দারুণ খুশি। এ নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই, ‘ক্রিস্টিয়ানো আসার আগেই সবাই আমাকে প্রশ্ন করত, “তোমার ৭ নম্বর জার্সি তুমি কি তাঁকে দেবে?” আমি বলতাম, “কেন দেব না! তাঁর নাম ক্রিস্টিয়ানো রোনালদো। এ ধরনের খেলোয়াড়কে যেকোনো ভাবেই শ্রদ্ধা জানাতে হবে।” তাঁকে ৭ নম্বর জার্সি দেওয়ার পর অনেকেই ভেবেছিল আমি আল নাসর ছাড়ব। কিন্তু এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। ক্লাব ছাড়ার প্রশ্নই নেই। ক্লাব ও ক্লাবের কোচ আমাকে দলেই চান।’