‘বন্ধ দরজা’র পেছনে কী অনুশীলন করল আর্জেন্টিনা
বিশ্বকাপের নকআউট ম্যাচ শুরু হবে শেষ ষোলোয়। তবে আর্জেন্টিনার জন্য ‘নকআউট’ এসে হাজির গ্রুপ পর্বেই।
সৌদি আরবের কাছে ২–১ ব্যবধানে হেরে যাওয়ায় লিওনেল মেসিদের সামনে এখন কঠিন পথ। শেষ ষোলোয় উঠতে হলে আর কোনো ম্যাচ হারা যাবে না। বিশেষ করে শনিবারের মেক্সিকো ম্যাচে। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
মঙ্গলবার বিকেলে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পরপরই অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসি। আর ঘুরে দাঁড়াতে হলে যে খেলার কৌশলে, খেলোয়াড়ের ধরনে কিছু পরিবর্তন হবে, সে তো সহজেই অনুমেয়। কিন্তু কী পরিবর্তন হতে পারে, সেটির আভাসও দিতে রাজি নয় আর্জেন্টিনা।
আর্জেন্টাইন টেলিভিশন টিওয়াইসি স্পোর্টসের খবর, আজ কাতারে দরজা বন্ধ (ক্লোজড ডোর) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে গত দুই দিন বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
টিওয়াইসি বলছে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষ দিকে ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্কালোনি। বদলি করে নামান লিসান্দ্রো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।
শেষ ১৫ মিনিটের জন্য নামানো এই তিনজনকে মেক্সিকো ম্যাচের শুরুর একাদশে রাখা হতে পারে।
কোচিং স্টাফের ভাবনায় আরেকটি বিকল্পও আছে। সেটি হচ্ছে বেশি পরিবর্তনের পথে না হেঁটে পাপু গোমেজের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে খেলানো। ২৩ বছর বয়সী ব্রাইটন মিডফিল্ডার সৌদির বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। এ ছাড়া প্রতিপক্ষ বিবেচনায় খেলার ধরনে কী পরিবর্তন আনা যায়, সেটিও নিয়েও কাজ করছে স্কালোনির দল।
তবে যা কিছুই পরিকল্পনায় বা বাস্তবায়নের পথে থাক না কেন, আজকের ‘ক্লোজড ডোর’ অনুশীলনে সেটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে আর্জেন্টিনা।
তবে আগামীকাল শুক্রবার আবার উন্মুক্ত অনুশীলন করবেন মেসিরা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন কোচ স্কালোনিও।