বেলজিয়ামের কোচ বললেন, ইউরো থেকে ছিটকে পড়েছেন কোর্তোয়া
২০২৪ ইউরো থেকে ছিটকে পড়েছেন বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া। বেলজিয়ামের কোচ ডমিনিকো তেদেস্কো আজ জানিয়েছেন এ কথা। হাঁটুর লিগামেন্টের চোটে চলতি মৌসুমে মাঠে নামা হয়নি রিয়াল মাদ্রিদের এই গোলকিপারের। গত মার্চে রিয়ালের অনুশীলনে ফিরেছিলেন ৩১ বছর বয়সী কোর্তোয়া। কিন্তু তখন আবারও চোট পান এবং আবারও তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়।
বেলজিয়ামের জার্সিতে ১০২ ম্যাচ খেলা কোর্তোয়ার আন্তর্জাতিক অভিষেক ২০১১ সালে। গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, বাঁ হাঁটুতে পাওয়া চোটের কারণে জার্মানিতে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) খেলার আশা ছেড়ে দিচ্ছেন। জার্মানিতে আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো।
জার্মান সংবাদমাধ্যমকে তেদেস্কো আজ বলেছেন, ‘এ (কোর্তোয়ার) বিষয়ে যা বলার আগেই বলা হয়েছে। আমি ইটের বদলে পাটকেল মারার পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি না।’
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়াম জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তেদেস্কো। সে বছর জুন থেকেই তাঁর সঙ্গে শীতল সম্পর্ক চলছে কোর্তোয়ার। কেভিন ডি ব্রুইনা চোট পাওয়ায় জাতীয় দলের অধিনায়ক হিসেবে কোর্তোয়ার জায়গায় রোমেলু লুকাকুকে বেছে নিয়েছিলেন তেদেস্কো।
সেই ঘটনার পর থেকেই তেদেস্কোর সঙ্গে কোর্তোয়ার সম্পর্কটা আর ভালো থাকেনি। কোর্তোয়াও বেলজিয়ামের কোচিং স্টাফকে বিকল্প ভাবার কথা বলেছিলেন। তেদেস্কো বলেছেন, ‘আমরা সেসব খেলোয়াড়ের দিকে মনোযোগ দিচ্ছি, যারা ভালো অবস্থায় আছে।’
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ সামনে রেখে গত সোমবার রিয়াল শিবিরে ফিরেছেন কোর্তোয়া। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শনিবার কাদিজের বিপক্ষে ম্যাচে তিনি কোর্তোয়াকে দলে পাওয়ার আশা করছেন।