২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রিয়াল জিতেছে, অস্বস্তিও আছে

নিজে গোল করার পাশাপাশি গোল করিয়ে ম্যাচসেরা রদ্রিগোছবি: উয়েফা

ম্যাচে ৩৫টি শট নিয়ে মাত্র ২ গোল করেছে রিয়াল মাদ্রিদ। শেষ দিকে রক্ষণও কেঁপেছে। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলের জয়ে তাই স্বস্তি পাওয়ার কথা নয় কার্লো আনচেলত্তির দলের।

সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ দেখে কখনো মনে হয়েছে, স্বাগতিকরা এই বুঝি আরও কয়েক গোল করে বসে! শাখতার গোলকিপার আনাতোলি ট্রুবিনের দেয়াল হয়ে না দাঁড়ালে হয়তো এমন কিছুই হতো। তাতে অবশ্য বেনজেমা, মার্কো আসেনসিওদের নিশানাভেদে ব্যর্থ হওয়া তাতে ঢাকা পড়ে না। এত সুযোগ তৈরি করেও মাত্র ২ গোল, আনচেলত্তিরই খটকা লাগার কথা!

রিয়াল কোচের অবশ্য এই জয়ে প্রাপ্তি আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গূসনের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১০২ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁলেন এই ইতালিয়ান। তাঁর জন্য মঞ্চটা স্মরণীয় করে রাখার পথ তৈরি করেছেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস ও রদ্রিগো।

ভিনিসিয়ুসের পাস থেকে ১৩ মিনিটে বল পেয়ে তিন ডিফেন্ডারের ভেতর দিয়ে শাখতারের বক্সে ছুটে যান রদ্রিগো। এরপর ট্রুবিনের বাঁ দিক দিয়ে করা শটে গোল!

আজ পজিশন একটু বদলে করিম বেনজেমার কাছাকাছি থেকে প্লে মেকারের ভূমিকায় খেলেছেন রদ্রিগো। দুই উইং দিয়ে ছুটেছেন ভিনিসিয়ুস ও ফেদে ভালভার্দে। ১৫ মিনিট পরই দলীয় আক্রমণ থেকে অফ সাইড ফাঁদ ভেঙে বাঁঁকানো শটে গোল করেন ভিনিসিয়ুস। পাসটি রদ্রিগোর। এর কিছুক্ষণ পরই ভিনিসিয়ুস দুটো সহজ সুযোগ নষ্ট করেন।

গোলের পর ভিনিসিয়ুস
ছবি: উয়েফা

রিয়াল ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও শাখতার ঠিকই ঘুরে দাঁড়ানোর সুযোগ বের করেছে। ৩৯ মিনিটে শাখতারের প্রতিআক্রমণের সঙে্‌গ কুলিয়ে উঠতে পারেনি রিয়ালের রক্ষণ। ওলেক্সসান্দার জুবকভ এই প্রতিআক্রমণ থেকেই অ্যাক্রোবেটিক ভলিতে দারুণ এক গোল করেন। এক গোল শোধ করে মরিয়া হয়ে ওঠে শাখতার। বিরতির পর বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে দলটি। কিন্তু গোল আদায় করতে পারেনি।

শাখতারের রক্ষণভাগ একটু ওপরে বেনজেমা, ভালভার্দেরা গোলের সুযোগ পেয়েছেন। আসেনসিও ক্রসবারে মেরেছেন । আর এর বাইরে শাখতারের গোলপোস্টের ভেতর আসা শটগুলো ঠেকিয়েছেন গোলকিপার ট্রুবিন। দ্বিতীয়ার্ধে দেয়াল হয়ে দুর্দান্ত গোলকিপিং করেন।

তবে নিজেদেরও ব্যর্থতা দেখছেন রিয়ালের মিডফিল্ডার টনি ক্রুস। ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে বলেছেন, ‘এই ম্যাচটা আমাদের ৭-১ গোলে জেতা উচিত ছিল। যে পরিমাণ সুযোগ পেয়েছি তাতে বিশ্বাস করা কঠিন, ম্যাচটা আমরা ২-১ গোলে জিতেছি।’

জুববকভের অ্যাক্রোবেটিক শট
ছবি: উয়েফা

৩ ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। এই গ্রুপ থেকে অন্য ম্যাচে সেল্টিককে ৩-১ গোলে হারায় লাইপজিগ। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে জার্মান ক্লাবটি। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সেল্টিক।