২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘বার্সার ওপর এমন প্রচণ্ড আঘাত আর আসেনি’

সংবাদ সম্মেলনে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাছবি: এএফপি

আজ সংবাদ সম্মেলনে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার বলা কথাগুলোর কিছু অংশ আগে পড়ুন, ‘কাকতাল বলে কিছু নেই। খেলার মাঠে বার্সা যখন সবে জেগে উঠতে শুরু করেছে, তখন এই আঘাত এসেছে। এবং কাকতালীয়ভাবে সেটি এসেছে বার্সা সিভিসি চুক্তিতে সই করতে রাজি না হওয়ার পর। আমরা নিজেদের লাভের কথা ভেবেছি আর সে অনুযায়ী ইউরোপীয় ফুটবলকে সংস্কারের (সুপার লিগ) প্রকল্পেও নেতৃত্ব দিচ্ছি। আর লিগ সভাপতি এ সুযোগটাই নিয়েছেন এবং উয়েফাও এই জনরোষে যোগ দিয়েছে। এ আঘাতটা এসেছে ক্যাম্প ন্যুর কাজ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়ার পর। তাই কাকতালীয় বলে কিছু নেই। এমন প্রচণ্ড আঘাত বার্সার ওপর আর আসেনি। আমাদের ক্লাব, খেলোয়াড় ও কোচদের পাশে থাকতে হবে। ওরা আমাদের অস্থিতিশীল করতে পারবে না।’

আরও পড়ুন

বোঝাই যাচ্ছে, ক্ষোভ খানিকটা পরোক্ষভাবে লা লিগা সভাপতি ও উয়েফা সভাপতির ওপর ঝেড়েছেন লাপোর্তা। সিভিসি চুক্তির বিষয়টি উঠেছিল ২০২১ সালের আগস্টে লিওনেল মেসির বার্সা ছাড়ার সময়। লা লিগার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের (সিভিসি) চুক্তিতে তখন সম্মতি দেয়নি রিয়াল ও বার্সা। এটা নিয়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে তখন প্রায় ‘যুদ্ধ’ লেগে গিয়েছিল লাপোর্তার।

উয়েফার সুযোগ নেওয়া বলতে লাপোর্তা বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের প্রসঙ্গ টেনেছেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসসহ ইংল্যান্ডের আরও কিছু ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ নামে চ্যাম্পিয়নস লিগের মতো একটি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করেছিল। পরে অন্যান্য ক্লাব এই পরিকল্পনা থেকে সরে এলেও রিয়াল, বার্সা ও জুভেন্টাস সরে আসেনি। বিষয়টি গড়িয়েছে আদালতে আর উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন কিছুদিন আগে বার্সাকে কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেন।

অর্থাৎ, লাপোর্তা আজ তাঁর কথায় কি বোঝাতে চাইলেন বার্সার বিরুদ্ধে রেফারিকে অনৈতিকভাবে টাকা দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেটি আসলে ষড়যন্ত্র?

আরও পড়ুন
আরও পড়ুন

সেটি যা–ই বোঝান, ‘নেগ্রেইগা কেস’ নিয়ে আজ কথা বলার জন্য লাপোর্তার ডাক দেওয়া সংবাদ সম্মেলনে একটি বিষয় বোঝা গেল, বার্সার এই সভাপতি নিজের অবস্থানে অটল। লাপোর্তার দাবি, ‘অন্যায় সুবিধা পাওয়া যাবে, এমন কোনো কাজ কখনো করেনি বার্সা।’

‘নেগ্রেইরা কেস’–এর বিষয়টি যাঁদের এখনো কানে ওঠেনি তাঁদের বিষয়টি জানিয়ে রাখা ভালো। স্প্যানিশ আইনজীবীরা গত মাসে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা) দেওয়ার অভিযোগ গঠন করেন। এই রেফারি স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরা। তাঁর প্রতিষ্ঠানকে ওই ১৯ বছরে ৮৪ কোটির বেশি টাকা দেয় বার্সা। স্পেনের আইনজীবীরা এ নিয়ে বার্সার বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি ও ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতির অভিযোগ তুলেছেন। এটা নিয়েই তোলপাড় চলছে স্প্যানিশ ফুটবলে।

এপ্রিলের শুরুর দিকে কাতালান ক্লাবটির প্রতি হুঁশিয়ারি জানিয়ে উয়েফা সভাপতি সেফেরিন বলেছেন, ‘পরিস্থিতি খুবই বিপজ্জনক।’ তবে বার্সা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, রেফারিকে দিয়ে দুর্নীতি করাতে এই টাকা দেওয়া হয়নি। খেলোয়াড় ও রেফারিং নিয়ে কৌশলগত পরামর্শের জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছিল কাতালান ক্লাবটি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে লাপোর্তার কথায় সেই সুরই অনূদিত হলো, ‘খেলাধুলায় সুবিধা পাওয়ার লক্ষ্যে ক্লাব কখনো কিছু করেনি।’

লাপোর্তা দাবি করেন, ক্লাবের ভাবমূর্তিতে ‘কালিমা লেপন করতে’ এই অভিযোগ তোলা হয়েছে। সমর্থকদের প্রতি বার্সা সভাপতি বলেছেন, ‘বার্সেলোনার সমর্থকেরা ক্লাবের বিরুদ্ধে দুর্নাম ছড়ানোর প্রচারণার কারণে ভুগছেন...বিশ্বের খেলাধুলায় রেফারেন্স পয়েন্ট থেকে কোনো বাজে প্রচারণা বার্সাকে সরাতে পারবে না।’