২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘আমি আগ্রহী নই’ বার্তা দিয়ে বেনজেমা কী বোঝাতে চাইলেন

করিম বেনজেমাছবি: এএফপি

আলোচনাটা বোধ হয় এবার থেমেই গেল! যাকে নিয়ে এত আলোচনা, সেই করিম বেনজেমাই নিজেই বোধ হয় থামিয়ে দিলেন।

ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে ওঠার পর থেকেই আলোচনার শুরু—ফাইনালে খেলতে পারেন করিম বেনজেমা। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলেছে, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমাই। এরপর বেনজেমা প্রসঙ্গে কোচের মন্তব্য নিয়ে আলোচনা কম হয়নি। সংবাদ সম্মেলনে বেনজেমাকে নিয়ে প্রশ্নটি শুনেই চোখেমুখে বিরক্তি ফুটিয়ে দেশম বলেছিলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে পরের প্রশ্নটি করুন।’

আরও পড়ুন

দেশমের এ কথা থেকে দুটি বিষয় ধরে নিয়েছিল সবাই। প্রথমত, বেনজেমাকে তিনি যদি ফাইনালে খেলাতেই চান, সেটা আগেভাগে বলবেন না। দ্বিতীয়ত, প্রশ্নটি শুনে দেশম সত্যি সত্যিই হয়তো বিরক্ত হয়েছেন। অর্থাৎ, কোচের এমন কথার পরও বেনজেমার খেলার সম্ভাবনা একটু হলেও দেখেছিল অনেকে।

তবে ইনস্টাগ্রামে বেনজেমার পোস্টের পর হয়তো সে সম্ভাবনা আর কেউ দেখছেন না। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে বেনেজমা লিখেছেন, ‘আমি আগ্রহী নই।’ বেনজেমা সরাসরি কিছু বলেননি। বিশ্বকাপ ফাইনালে খেলা নিয়ে যে তাঁর আগ্রহ নেই, সম্ভবত সেদিকেই তিনি ইঙ্গিত করেছেন।

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর তিন দিন আগে ঊরুর চোটে পড়ে ছিটকে যান বেনজেমা। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি তাঁকে। কাতার বিশ্বকাপে বেনজেমা এখনো ফ্রান্সের নিবন্ধিত খেলোয়াড়। ফলে না খেললেও ফ্রান্স যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে বিজয়ীর একটি পদক বেনজেমাও পাবেন।

রোববারের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত থাকার সম্ভাবনা ছিল ব্যালন ডি’অরজয়ী এই ফরাসি তারকার। শুধু বেনজেমা নন, মাঠে থাকতে পারেন চোটের কারণে ছিটকে যাওয়া অন্য ফুটবলাররাও। এমনটাই নাকি চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

ফরাসি সংবাদমাধ্যম ‘আরটিএল’কে এ বিষয় জানিয়েছিলেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা। তবে এ বিষয়ে পরবর্তী কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। তবে কি বেনজেমা গ্যালারিতেও উপস্থিত থাকবেন না? আগামীকাল বিশ্বকাপের ফাইনালেই এ রহস্যজট খুলবে।

আরও পড়ুন