আর্জেন্টিনার অলিম্পিক দলে ডাক পেয়েছেন চার বিশ্ব চ্যাম্পিয়ন

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ডাক পেয়েছেন অলিম্পিক দলেএএফপি

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্তিনেজের মতো তারকাদের অলিম্পিকে খেলাতে চেয়েছিল আর্জেন্টিনা। বিভিন্ন সময় এই তারকাদের প্রত্যেকে অলিম্পিকে খেলার ইচ্ছার কথাও বলেছিলেন। কিন্তু ফ্রান্স অলিম্পিকের জন্য ঘোষিত দলে নেই এই তিনজনের কেউই। মেসি একদিকে যেমন চোটের সঙ্গে লড়ছেন, অন্য দিকে ইন্টার মায়ামির হয়ে ব্যস্ততাও আছে তাঁর।

শুরুতে অলিম্পিক নিয়ে দি মারিয়ার আগ্রহের কথা শোনা গেলেও পরে অবস্থান পরিবর্তন করেন তিনি। কোপা আমেরিকা দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন এই বেনফিকা তারকা। আর মার্তিনেজের সামনে বাধার দেয়াল তুলে দিয়েছে অ্যাস্টন ভিলা। প্রাক্‌–মৌসুম প্রস্তুতির সময় দলের প্রধান গোলরক্ষককে হাতছাড়া করতে চায়নি তারা। যে কারণে তাঁকে অলিম্পিকের জন্য ছাড়পত্র দেয়নি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আরও পড়ুন

আর্জেন্টিনার অনূর্ধ্ব–২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানো মেসি–মারিয়া–মার্তিনেজকে না পেলেও আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে নিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী চার ফুটবলারকে। ১৮ সদস্যের দলে থাকা এই চার ফুটবলার হলেন গোলরক্ষক গেরোনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।

মেসি ও দি মারিয়া
রয়টার্স

এই চারজনের প্রথম তিনজন আবার সুযোগ পেয়েছেন সিনিয়র সদস্য হিসেবে। অলিম্পিকের ফুটবল বিভাগে সাধারণত অনূর্ধ্ব–২৩ বছর বয়সীরা খেললেও কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সের তিনজন খেলোয়াড়কে দলে রাখতে পারেন। আর এই কোটাতেই সুযোগ পেয়েছেন রুলি, ওতামেন্দি ও আলভারেজ।

আরও পড়ুন

২৬ জুলাই থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে আরও দুই দিন আগে থেকে। আর অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট। গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক।

আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড

গোলরক্ষক: গেরোনিমো রুলি (আয়াক্স) এবং লেয়ান্দ্রো ব্রেয় (বোকা জুনিয়র্স)।

ডিফেন্ডার: ব্রুনো আমিওনে (সান্তোস লাগুনা), মার্কো ডি সিসারে (রেসিং), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), গনসালো লুজান (সান লরেনৎসো), হুয়াকিন গার্সিয়া (ভেলেজ) এবং হুলিও সোলের (লানুস)।

মিডফিল্ডার: সান্তিয়াগো হেজে (অলিম্পিয়াকোস), ক্রিস্টিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), এজেকুয়েল ফার্নান্দেজ (বোকা জুনিয়র্স), কেভিন জেনোন (বোকা জুনিয়র্স), ক্লদিও এচেভেরি (রিভার প্লেট এবং থিয়াগো আলমাদা (আটালান্টা ইউনাইটেড)।

ফরোয়ার্ড: লুসিয়ানো গোন্দো (আর্জেন্টিনোস জুনিয়র্স), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), গিওলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), লুকাস বেলট্রান (ফিওরেন্তিনা)।