নেইমার–এমবাপ্পের সম্পর্ক নিয়ে খেলাইফি, ভাই–ভাই ঝগড়া হতেই পারে
পিএসজির নতুন মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছে প্যারিসের দলটি। এই তিন ম্যাচে ক্লেরমোঁ, মঁপেলিয়ে ও লিলের জালে ১৭ গোল দিয়েছে তারা। মেসি-নেইমারও আছেন বেশ ছন্দে। এর মধ্যেও অস্বস্তির একটা বাতাস বয়ে যাচ্ছে পিএসজিতে!
অস্বস্তির উৎপত্তি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচের দিন। সেই ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। ৪৩ মিনিটে আবার পেনাল্টি পায় পিএসজি। এমবাপ্পেকে বল না দিয়ে স্পট-কিক নেন নেইমার, গোলও করেন। নেইমার পরে দলের জয়ে আরও একটি গোল করে অবদান রাখেন। একটি গোল পেয়েছেন এমবাপ্পেও।
ওই ম্যাচ চলাকালে মাঠেই এমবাপ্পে তাঁর কয়েকজন সতীর্থের ওপর বিরক্তি প্রকাশ করেন। ম্যাচ শেষে ড্রেসিংরুমেও সেটা অব্যাহত ছিল। কিন্তু সের্হিও রামোসের হস্তক্ষেপে অপ্রীতিকর কিছু ঘটেনি। এসব ঘটনার পর এক নেইমার-ভক্ত টুইট করেন, এমবাপ্পের আচরণ দেখে মনে হচ্ছে তিনিই পিএসজির মালিক! সেই টুইটে নেইমার ‘লাইক’ দেন।
এর পর থেকে ইউরোপের ফুটবল অঙ্গনে গুঞ্জন ওঠে, নেইমার ও এমবাপ্পের সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না। বিষয়টি নিয়ে পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে কথা বলতে হয়েছে। তিনি সবকিছু উড়িয়ে দিয়েছেন। এবার তা নিয়ে কথা বলতে হলো পিএসজির মালিক নাসের আল-খেলাইফিকেও। দুজনের শীতল সম্পর্কের গুঞ্জনে জল ঢেলে দিয়ে খেলাইফি বলেছেন—নেইমার-এমবাপ্পে ভালো বন্ধু।
ইস্তাম্বুলে কাল চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে গিয়েছিলেন খেলাইফি। ড্রয়ে জুভেন্টাস, বেনফিকা ও ম্যাকাবি হাইফার সঙ্গে ‘এইচ’ গ্রুপে পড়েছে পিএসজি। ড্র অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা কথা বলেছেন খেলাইফির সঙ্গে। পিএসজির গ্রুপ নিয়ে কথা বলার পাশাপাশি তাঁরা নেইমার-এমবাপ্পের সম্পর্ক নিয়েও প্রশ্ন করেন খেলাইফিকে।
সেই প্রশ্নের উত্তরে পিএসজির কাতারি মালিক বলেছেন, ‘না, না। কোনো সমস্যা নেই। আমি মনে করি সমস্যাটা তৈরি করছেন আপনারা সংবাদমাধ্যমের লোকেরা।’ খেলাইফি এরপর যোগ করেন, ‘আদতেই কোনো সমস্যা নেই। আমি আমার ভাই বা বোনের সঙ্গে ঝগড়া করতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু সংবাদমাধ্যমে এটা বড় করে দেখাচ্ছে...কারণ, মানুষটা কিলিয়ান এমবাপ্পে।’
নেইমার-এমবাপ্পের সম্পর্ক যে অনেক ভালো, সেটা বোঝাতে গিয়ে খেলাইফি বলেছেন, ‘তারা দুজনে ভালো বন্ধু এবং খুব ভালো সতীর্থ।’ ভবিষ্যতেও নেইমার-এমবাপ্পের সম্পর্ক ভালো থাকবে বলে মনে করেন খেলাইফি, ‘তারা সব সময়ই খুব ভালো সতীর্থ থাকবে।’
পিএসজির ভালো শুরু নিয়েও কথা বলেছেন খেলাইফি। তাঁর কথা, ‘এটা ভালো শুরু, তবে মাত্রই তো শুরু। তাদের (পিএসজি) কঠিন পরিশ্রম করতে হবে এবং আরও অনেক কাজ আর উন্নতি করতে হবে। কারণ, মৌসুমটা অনেক লম্বা, এই তো কেবল শুরু হলো। তবে আমরা শুরু নিয়ে খুব খুশি।’