‘দর্শকবিহীন’ ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা
বার্সেলোনা লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচটি খেলবে হেতাফের বিপক্ষে। কিন্তু হেতাফের মাঠে অনুষ্ঠিত সে ম্যাচটি হতে যাচ্ছে ‘দর্শকবিহীন’। বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য এই দর্শকবিহীন ম্যাচ খেলবে স্প্যানিশ সুপ্রিম কোর্টের নির্দেশেই। প্রতিপক্ষ হেতাফের দর্শকদের হাঙ্গামার শাস্তি হিসেবেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ২০১৯ সালের একটি ঘটনার শাস্তি হিসেবে সুপ্রিম কোর্ট এক নির্দেশনা জারি করেছে। সে অনুযায়ী হেতাফেকে একটি ম্যাচ খেলতে হবে দর্শকবিহীনভাবে। ২০১৯ সালের সে ম্যাচে হেতাফে সমর্থকেরা টেনেরিফের বিপক্ষে ম্যাচে গণ্ডগোল করেছিলেন। সেদিন হেতাফের সমর্থকেরা মাঠে চেয়ার ছুড়েছিলেন।
ফাই
সেই ঘটনার ব্যাপারে রুলিং দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। আদালত এক রায়ে বলেছে হেতাফেকে একটি ম্যাচ দর্শকবিহীন অবস্থায় খেলতে হবে। আর সেই ম্যাচটি হতে যাচ্ছে নতুন মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি।
বার্সেলোনা হেতাফের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি খেলেছে এ বছরের এপ্রিলে। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। হেতাফের কলিসিয়াম আলফোনসো পেরেজে নিষ্প্রাণ সেই ড্রয়ের ম্যাচই উত্তপ্ত হয়েছিল রবার্ট লেভানডফস্কির সঙ্গে হেতাফের খেলোয়াড়দের হাতাহাতিকে কেন্দ্র করে। একটি ফাউল নিয়ে শুরু হয়েছিল সেই কথা–কাটাকাটি। রেফারি এসে পরিস্থিতি সামাল না দিলে সেই বাগ্যুদ্ধ হাতাহাতির পর্যায়ের চলে যেতে পারত।
সে ম্যাচে আরও একটি ঘটনা ঘটেছিল। ৮৭ মিনিটে রাফিনিয়াকে বার্সেলোনা কোচ জাভি মাঠ থেকে তুলে নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি ব্রাজিলীয় ফুটবলারের। ডাগআউটে বসার আগে ক্ষুব্ধ হয়ে তিনি কিছু একটা ছুড়ে মেরেছিলেন।
৮৭ মিনিটে আবার রাফিনিয়াকে তুলে নিয়ে মিডফিল্ডার পাবলো তোরেকে নামান জাভি। বিষয়টা মোটেও পছন্দ হয়নি রাফিনিয়ার। ডাগআউটে বসার আগে রেগে গিয়ে কিছু একটা ছুড়ে মারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।