মেসিকে কোচিং করানোর স্বপ্ন কি পূরণ হবে মরিনিওর

মেসিকে কখনো নিজে দলের খেলোয়াড় হিসেবে পাননি মরিনিওএক্স

এসএম রোমা বরখাস্ত করার পর মৌসুমের মাঝপথে ক্লাবহীন হয়ে পড়েছেন জোসে মরিনিও। অবশ্য হুটহাট চাকরি হারানো মরিনিওর জন্য নতুন কিছু নয়। অতীতে বেশ কয়েকবার এমনটা হয়েছে। চাকরি হারিয়েছেন আবার কয়েক দিনের মধ্যে নতুন চাকরি জুটিয়েও ফেলেছেন।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন মরিনিও। শিষ্য হিসেবে পেয়েছেন বেশ কয়েকজন বড় মাপের ফুটবলারকে। তাঁদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম সবার ওপরেই থাকবে। রিয়াল মাদ্রিদে তিন মৌসুম রোনালদোকে কোচিং করিয়েছেন ‘স্পেশাল ওয়ান’খ্যাত কোচ। কিন্তু রোনালদোর একসময়ের প্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা লিওনেল মেসিকে কখনো কোচিং করানো হয়নি মরিনিওর।

তবে মেসিকে কোচিং করানোর সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন মরিনিও। মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ভবিষ্যতে ইন্টার মায়ামির কোচ হতে পারলে সেই ইচ্ছা পূরণ হবে তাঁর।

ইনফ্লুয়েন্সার ওহমের সঙ্গে মরিনিও
ভিডিও থেকে নেওয়া

পরশু ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনিও। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তারকা খেলোয়াড়দের মধ্যে ভবিষ্যতে কাকে কোচিং করাতে চান? উত্তরে মরিনিও বলেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। আসলে কেউই মেসিকে কোচিং করাতে পারে না। এই ভাবনাটাই অযৌক্তিক। কারণ, সে সবকিছু নিয়েই জন্মেছে। সে সবকিছু জানে। সে-ই বরং আপনাকে কিছু শেখাতে পারে। আপনি শুধু এটুকু বলতে পারেন, ওকে দলে পাওয়া আপনার জন্য সম্মানের।’

আরও পড়ুন

কোচিং ক্যারিয়ারে আরও কয়েকজন তারকা ফুটবলারকে নিজ দলে চেয়েও পাননি বলে জানিয়েছেন মরিনিও, ‘ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে থাকতে আমি (ড্যানিয়েল) ডি রসিকে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। ইন্টারে আমি (ফ্রান্সেসকো) টট্টিকেও চেয়েছিলাম, যদিও সে সময় ওর বয়স হয়ে গিয়েছিল। এরপরেও ওকে পাইনি।’

কোচ হিসেবে ২৬টি ট্রফি জিতেছেন মরিনিও। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি ‘আ’ সবচেয়ে উল্লেখযোগ্য। কিন্তু এএস রোমাকে জেতানো উয়েফা কনফারেন্স লিগ শিরোপা তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, ‘আমার অনেক দুর্দান্ত স্মৃতি ও অনেক খারাপ স্মৃতি রয়েছে। এসবের মধ্য থেকে একটিকে বেছে নিতে হলে আমি সর্বশেষটির কথা বলব—রোমার হয়ে কনফারেন্স লিগ জয়। এটা আমার জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি না–ও হতে পারে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছি বলে এটা আমার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’

এএস রোমাকে উয়েফা কনফারেন্স লিগ জেতানো মরিনিওর কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত
এএফপি

রোমা ছাঁটাই করার পরপরই স্প্যানিশ রেডিও স্টেশন কোপে জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল শাবাবের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মরিনিও। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস দাবি করে, আগামী মৌসুমে মরিনিওকে কোচ বানাতে আগ্রহী নাপোলি। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সাংবাদিক মাইক কিগান আবার জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান মরিনিও। তবে ৬১ বছর বয়সী কোচ গুঞ্জনগুলো নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি।

আরও পড়ুন