ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু, ক্ষোভ প্রকাশ করে এমবাপ্পের টুইট

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: এএফপি

ফুটবলের বাইরেও নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় কিলিয়ান এমবাপ্পেকে। এবার পুলিশের গুলিতে নিহত ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। নিজের দেশ ফ্রান্সের জন্য দুঃখবোধ হওয়ার কথাও জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর বলছে, ফ্রান্সের নঁতে শহরে ট্রাফিক চেকের জন্য গাড়ি না থামানোয় গুলি চালায় পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নায়েল এম নামের এক কিশোর মঙ্গলবার মারা যায়। এই ঘটনার পরপর শহরজুড়ে বিক্ষোভে নেমে আসেন তরুণেরা। প্রতিবাদের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন স্থানে আগুনও দিয়েছেন বিক্ষোভকারীরা।

পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর ঘটনা ধাক্কা দিয়েছে এমবাপ্পেকেও। এক টুইটে এমবাপ্পে লিখেছেন, ‘ফ্রান্সের জন্য আমার কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। নায়েলের পরিবার ও কাছের মানুষের জন্য সমবেদনা। ছোট এই দেবদূত অনেক তাড়াতাড়ি অনেক দূরে চলে গেল।’

পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
রয়টার্স

এদিকে ফরাসি প্রসিকিউটর অফিস বলছে, হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। গার্ডিয়ানে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দুজন পুলিশ অফিসার একটি মার্সিডিস এএমজি গাড়ির পাশে দাঁড়ানো। যাঁদের একজন সেই কিশোরকে গুলি করেছেন। এর আগে গত বছর ফ্রান্সে ট্রাফিক চেকে পুলিশের গুলিতে রেকর্ড ১৩ জন মারা যায়। আর চলতি বছর এ ধরনের ঘটনায় দ্বিতীয়বারের মতো মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের ছবি দিয়ে এমবাপ্পে তখন লিখেছিলেন, ‘ভিনি, তুমি একা নও। আমরা তোমাদের সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাচ্ছি।’

আরও পড়ুন