দেম্বেলে, পেদ্রির পর লেভানডফস্কিকেও ‘ক্লাসিকো’য় পাচ্ছে না বার্সা
কোপা দেল রে প্রথম লেগ সেমিফাইনালে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের মাঠে নামবে বার্সেলোনা। হাই-ভোল্টেজ এই ‘এল ক্লাসিকো’ দ্বৈরথে চোটের কারণে রবার্ট লেভানডফস্কিকে পাবে না বার্সেলোনা, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। তবে সংবাদ সংস্থা এএফপি লেভার খেলার সম্ভাবনা এখনই পুরোপুরি নাকচ করে দেয়নি। পোলিশ স্ট্রাইকার চোট পাওয়ায় তাঁর মাঠে নামা নিয়ে সন্দেহ আছে বলে জানিয়েছে এএফপি।
বায়ার্ন মিউনিখ থেকে গত মৌসুমে বার্সায় যোগ দেওয়া লেভা এ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা। রোববার রাতে আলমেরিয়ার কাছে বার্সার ০-১ গোলে হারের ম্যাচে চোট পান লেভানডফস্কি। আজ (সোমবার) অনুশীলনে তাঁর চোট নিশ্চিত করেছে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন লেভানডফস্কি। তবে অন্য সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার আগেও মাঠে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ১৯ মার্চ লা লিগায় বার্সা-রিয়াল ম্যাচের আগেই লেভানডফস্কি ফিরবেন, তা মোটামুটি নিশ্চিত করেছে বেশির ভাগ সংবাদমাধ্যম।
বার্সার পক্ষ থেকে অবশ্য লেভার মাঠে ফেরার দিনক্ষণ কিছু জানানো হয়নি। বিবৃতিতে শুধু বলা হয়েছে, ‘বাঁ হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন লেভানডফস্কি।’ কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগ থেকে তাঁর ছিটকে পড়া বার্সা কোচ জাভিকে দুর্ভাবনায়ই ফেলবে। চোটের কারণে পেদ্রি ও উসমান দেম্বেলেকেও এ ম্যাচে পাচ্ছে না বার্সা।
অর্থাৎ আক্রমণভাগ নিয়ে দুর্ভাবনায় পড়তে হবে বার্সা কোচ জাভিকে। সেমির ফিরতি লেগ আগামী ৫ এপ্রিল। ফিরতি লেগের আগেই অবশ্যই সবাইকে পাওয়ার আশা করছে বার্সা। এ বছর এরই মধ্যে বার্সার হয়ে ৩ ম্যাচ মিস করেছেন লেভানডফস্কি।