কোথায় আর কীভাবে দেখবেন রোনালদো আর মেসির লিগের খেলা
প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর করিম বেনজেমা, এখন শোনা যাচ্ছে নেইমারের নামও। এক বছরের ভেতরে সৌদি প্রো লিগে (এসপিএল) রীতিমতো তারার হাট বসে গেছে। ওদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের মাধ্যমে বিশ্ব ফুটবলে বাড়তি মনোযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও (এমএলএস)।
দুটি লিগ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ এখন পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি। কীভাবে এসপিএল আর এমএলএসের খেলা দেখা যায়, এ নিয়ে কৌতূহলীর সংখ্যাও বেড়েছে স্বাভাবিকভাবেই। সৌদি প্রো লিগে ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়েছে গতকাল। রোনালদোর আল নাসর আর বেনজেমার আল ইত্তিহাদ প্রথমবার মাঠে নামছে আজ রাতে। অপর দিকে মেসির লিগে খেলা এখন শুরুর অপেক্ষায়।
এমএলএসে মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। মাঝে জুলাই-আগস্টে এক মাস মেক্সিকান লিগের দলগুলোর সঙ্গে লিগস কাপে খেলে থাকে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন মেসি; সব কটিই ছিল লিগস কাপে। ২১ আগস্ট বিরতির পর আবার শুরু হবে এমএলএস। মেসির দলের প্রথম ম্যাচ ২৭ আগস্ট।
মেসির লিগ অভিষেক আর রোনালদোর নতুন মৌসুম শুরুর আগে জেনে নেওয়া যাক, কার খেলা কোথায় কীভাবে দেখা যাবে।
সৌদি প্রো লিগের খেলা যেভাবে দেখা যাবে
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপ থেকে বেশ কিছু নামী, অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড় কিনেছে সৌদি আরবের ক্লাবগুলো। যার সুবাদে ২০২৩-২৪ মৌসুমের খেলা সম্প্রচারে বিশ্বের বিভিন্ন অংশে নতুন চুক্তি করতে পেরেছে এসপিএল। এর মধ্যে ভারতীয় অঞ্চলে এসপিএল দেখানোর স্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটি টেলিভিশন ও অ্যাপের মাধ্যমে সৌদি প্রো লিগের ম্যাচগুলো দেখাবে। এর মধ্যে অ্যাপে সব ম্যাচ দেখানো হলেও টেলিভিশনে থাকবে বাছাই করা নির্দিষ্টসংখ্যক ম্যাচ।
যে চ্যানেলে সৌদি প্রো লিগের খেলা
সনি স্পোর্টস টেন টু
সনি স্পোর্টস টেন টু এইচডি
যে অ্যাপে সৌদি প্রো লিগের খেলা
লাইভ স্ট্রিমিং অ্যাপ সনি লিভ (sonyliv, সাবস্ক্রিপশন প্রযোজ্য)
এ ছাড়া সাবস্ক্রিপশন দিয়ে আরবি ভাষার স্ট্রিমিং প্লাটফর্ম ‘শাহিদ’(shahid) নামের অ্যাপ দিয়েও খেলা দেখা যাবে।
খরচ কত: সনি লিভে এক মাসের জন্য খরচ ৯৪৯ টাকা আর এক বছরের জন্য ১৬৯৩ টাকা। আর আরবি ভাষার প্ল্যাটফর্ম শাহিদে সাবস্ক্রাইব করতে হলে মাসে খরচ ১২.১৯ ডলার, বছরে ৯৪.৫৯ ডলার।
মেজর লিগ সকারের (এমএলএস) খেলা যেভাবে দেখা যাবে
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের খেলা দেখার মূল মাধ্যম অ্যাপল টিভি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি এবং স্মার্ট টিভিতে খেলা দেখা যাবে।
আর যাঁরা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পিসি অথবা ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করেন, তাঁদের খেলা দেখতে হলে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে। যার জন্য সাবস্ক্রিপশন প্রযোজ্য। ঠিকানা: tv.apple.com/sports.
খরচ কত: অ্যাপল টিভিতে এরই মধ্যে সাবস্ক্রাইব করা থাকলে এমএলএস দেখতে এক মাসের জন্য ১২.৯৯ ডলার আর মৌসুমের জন্য ৩৯ ডলার দিতে হবে। আর আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে এক মাসের খরচ ১৪.৯৯ ডলার, মৌসুমের জন্য ৪৯ ডলার।