ফুটবলে আসছে সেরা গোলের ‘মার্তা পুরস্কার’

ফিফা দ্য বেস্টে বিশেষ পুরস্কার জয়ের পর ব্রাজিল তারকা মার্তারয়টার্স

মার্তা! পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুধু ছোট এই নামটাই যথেষ্ট।

ফুটবলের দেশ ব্রাজিল। তবে সেখানে মেয়েদের ফুটবলটা এখনো অতটা আলো ছড়াতে পারেনি। বিশ্বকাপ যদি তুলনার মানদণ্ড হয়, তবে ব্রাজিলের ছেলেদের সঙ্গে তো কোনো তুলনাই চলে না মেয়েদের ফুটবল দলের। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পুরুষ ফুটবল দল। মেয়েরা তো এখনো কাপ হাতেই নিতে পারেনি।

সেই ব্রাজিল নারী দলের একজন অবশ্য জ্বলজ্বল করেই জ্বলেন ফুটবলের আকাশে। সেই তারার নাম মার্তা, সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার। তর্কযোগ্যভাবে সর্বকালের সেরাই। ছয়–ছয়বার ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি এরই প্রমাণ।

২০২৫ সাল থেকে মেয়েদের সেরা গোলের জন্য আলাদা পুরস্কার দেওয়া হবে ফিফা দ্য বেস্টে। সেরা গোলের সেই পুরস্কারের নাম হবে মার্তা পুরস্কার।

সেই মার্তা ক্যারিয়ারের সায়াহ্নে পেলেন আরও বড় সম্মান। কাল রাতে লন্ডনে ফিফা দ্য বেস্টে বিশেষ সম্মাননা পেয়েছেন মার্তা। ক্যারিয়ারজুড়ে অর্জিত অনন্যসাধারণ সব অর্জনের জন্য ফিফার বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি। সেই পুরস্কার তুলে দিতে মঞ্চে ছিলেন প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের স্ত্রী মার্সিয়া আওকি।

আরও পড়ুন

মার্তাকে সম্মাননা জানানোর দিনে তাঁর নামে নতুন এক পুরস্কার প্রবর্তনেরও ঘোষণা করেছে ফিফা। ২০২৫ সাল থেকে মেয়েদের সেরা গোলের জন্য আলাদা পুরস্কার দেওয়া হবে ফিফা দ্য বেস্টে। সেরা গোলের সেই পুরস্কারের নাম হবে মার্তা পুরস্কার।

এখন সেরা গোলের পুরস্কারে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। পুসকাস পুরস্কারের জন্য বিবেচিত হন সবাই। মেয়দের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৭ গোলের মালিক মার্তাকে সম্মান জানাতেই সেরা গোলের পুরস্কারটাকে দুই ভাগে ভাগ করল ফিফা।

মেয়েদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মার্তা
এএফপি

আগামী মাসে ৩৮-এ পা দিতে যাওয়া মার্তা ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত টানা পাঁচবার ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। আট বছর বিরতির পর ২০১৮ সালে আবার বর্ষসেরা হন মার্তা।

আরও পড়ুন

সেই মার্তা পঞ্চম ফুটবলার হিসেবে পেলেন ফিফার বিশেষ সম্মান। ২০১৬ সালে ব্রাজিলের ফুটসাল তারকা ফ্যালকাওকে প্রথমবার দেওয়া হয় এই সম্মান। পাঁচ বছর পর ২০২১ সালে যা পান ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্রিস্টিন সিনক্লেয়ার। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ার জন্য এই সম্মান দেওয়া হয় পর্তুগিজ ও কানাডিয়ান দুই খেলোয়াড়কে।

প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের স্ত্রী মার্সিয়া আওকি উপস্থিত ছিলেন মার্তার বিশেষ পুরস্কার নেওয়ার মঞ্চে
রয়টার্স

গত বছর এই সম্মান দেওয়া হয় প্রয়াত পেলেকে। ২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যাওয়া ফুটবল কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতেই বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন