চ্যাম্পিয়নস লিগ : কোন দলের সামনে কী সমীকরণ

এই ট্রফির জন্য লড়ছে ৩২ দলছবি : উয়েফা

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ‘ই’, ‘এফ’, ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। বাকি চার গ্রুপের—‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—খেলা আগামীকাল রাতে।

৮ গ্রুপের সব কটি ক্লাবই ৪টি করে ম্যাচ খেলেছে। ৪টি করে দলের গ্রুপগুলোতে ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ ভিত্তিতে আরও ২টি করে ম্যাচ খেলবে ক্লাবগুলো। যেহেতু ৪টি করে ম্যাচ হয়েছে, তাই শেষ ষোলোয় ওঠার হিসাব-নিকাশও শুরু হয়ে গেছে।

আজ ও আগামীকাল ম্যাচগুলোতেও দলগুলোর সামনে রয়েছে এই সমীকরণ। আজ রাতে যেসব গ্রুপের ম্যাচ হবে, সেসব গ্রুপে কোন দলের সামনে কী সমীকরণ, তা জেনে নেওয়া যাক—

‘ই’ গ্রুপ

আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, ফেইনুর্দ ও সেল্টিক

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : লাৎসিও বনাম সেল্টিক ও ফেইনুর্দ বনাম আতলেতিকো মাদ্রিদ

* ফেইনুর্দকে হারাতে পারলে শেষ ষোলোয় উঠবে আতলেতিকো মাদ্রিদ। ফেইনুর্দকে হারালে এবং অন্য ম্যাচে সেল্টিকের কাছে লাৎসিও হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে আতলেতিকোর।

* ফেইনুর্দ আতলেতিকোর কাছে হারলে এবং লাৎসিও নিজ ম্যাচে সেল্টিককে হারাতে পারলে শেষ ষোলোয় উঠবে ইতালিয়ান ক্লাবটি।

* লাৎসিও সেল্টিককে হারাতে না পারলে এবং ফেইনুর্দ নিজেদের ম্যাচটা জিতলে শেষ ষোলোয় উঠবে ডাচ ক্লাবটি। তবে লাৎসিও সেল্টিককে হারাতে পারলে এবং ফেইনুর্দ আতলেতিকোর কাছে হারলে গ্রুপের তৃতীয় দল হিসেবে ইউরোপা লিগের প্লে–অফে নেমে যাবে ডাচ ক্লাবটি।

‘এফ’ গ্রুপ

বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি, এসি মিলান ও নিউক্যাসল

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : পিএসজি বনাম নিউক্যাসল ও এসি মিলান বনাম ডর্টমুন্ড

* মিলানকে হারাতে পারলে শেষ ষোলোয় উঠবে ডর্টমুন্ড। অন্য ম্যাচে নিউক্যাসল পিএসজিকে হারাতে পারলে এবং ডর্টমুন্ড নিজেদের ম্যাচটা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে জার্মান ক্লাবটির।

* মিলান ডর্টমুন্ডকে হারাতে না পারলে এবং নিউক্যাসলের বিপক্ষে পিএসজি জিতলে শেষ ষোলোয় উঠবে ফরাসি ক্লাবটি।

* পিএসজি নিউক্যাসলকে হারালে এবং মিলান ডর্টমুন্ডের কাছে হারলে ইতালিয়ান ক্লাবটি শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না।

* পিএসজির কাছে হারলে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না নিউক্যাসল। মিলান যদি ডর্টমুন্ডকে হারায় এবং নিউক্যাসল নিজেদের ম্যাচেও হারলে চতুর্থ স্থান নিশ্চিত হবে ইংলিশ ক্লাবটির।

‘জি’ গ্রুপ

ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়াং বয়েজ

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : ম্যানচেস্টার সিটি বনাম লাইপজিগ ও ইয়াং বয়েজ বনাম রেড স্টার বেলগ্রেড

* ম্যানচেস্টার সিটির শেষ ষোলো নিশ্চিত। লাইপজিগের বিপক্ষে হার এড়াতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংলিশ ক্লাবটি।

* লাইপজিগের শেষ ষোলো নিশ্চিত। সিটিকে হারাতে না পারলে গ্রুপ রানার্সআপ হবে জার্মান ক্লাবটি।

আরও পড়ুন

* শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না রেড স্টার বেলগ্রেড। ইয়াং বয়েজকে হারাতে পারলে গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগের প্লে–অফে নেমে যাবে রেড স্টার বেলগ্রেড।

* ইয়াং বয়েজ শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না। রেড স্টারকে হারাতে পারলে গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগের প্লে–অফে নেমে যাবে সুইস ক্লাবটি।

‘এইচ’ গ্রুপ

বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক ও অ্যান্টওয়ার্প

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : শাখতার বনাম অ্যান্টওয়ার্প ও বার্সেলোনা বনাম পোর্তো

* পোর্তোকে হারাতে পারলে শেষ ষোলোয় উঠবে বার্সেলোনা। তবে শাখতার অ্যান্টওয়ার্পকে হারাতে না পারলে এবং নিজেদের ম্যাচটা ড্র করলেও শেষ ষোলোয় উঠবে বার্সেলোনা।

* শাখতারের চেয়ে বেশি পয়েন্ট পেলে শেষ ষোলোয় উঠবে পোর্তো।

আরও পড়ুন

* শাখতার অ্যান্টওয়ার্পের কাছে হারলে এবং অন্য ম্যাচ ড্র হলে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না ইউক্রেনের ক্লাবটি।

* শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না অ্যান্টওয়ার্প। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে টিকে থাকতে তাদের শাখতারকে হারাতেই হবে।