বিশ্ব ক্যানসার দিবসে গোল করে যা বললেন ক্যানসারজয়ী হলার
মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল পালিত হয়েছে বিশ্ব ক্যানসার দিবস। তবে নিজেই যেন নিজের অনুপ্রেরণা হতে চেয়েছিলেন সেবাস্তিয়েন হলার। ক্যানসারজয়ী এ স্ট্রাইকার জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে নিজের প্রথম গোলটা করেছেন বিশ্ব ক্যানসার দিবসেই!
২৮ বছর বয়সী হলারের বিশেষ দিনটি আরও রাঙিয়ে তুলেছেন ডর্টুমন্ড সতীর্থরা। ফ্রেইবুর্গের বিপক্ষে কাল ওই গোলের পর উদ্যাপনের মধ্যমণি হয়ে ওঠেন ‘মৃত্যুঞ্জয়ী’ ফরোয়ার্ড। এ সময় ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ডর্টমুন্ডও জিতেছে ৫-১ গোলে। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে হলারের দল। লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সমান ৩৭ পয়েন্ট তাদের। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে আছে বায়ার্ন। মৌসুমের শুরু থেকে চমক দেখিয়ে চলা ইউনিয়ন বার্লিন ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লুএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সেই তালিকায় উঠে যেতে পারত হলারের নামও। গত বছর গ্রীষ্মকালীন দলবদলে আয়াক্স থেকে ডর্টমুন্ডে নাম লেখান আইভরি কোস্টের এ স্ট্রাইকার। তবে খেলতে নামার আগেই পান অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ। তিনি অবশ্য হার মানেননি। অস্ত্রোপচার করে টিউমার অপসারণের পর নভেম্বরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তবে ডর্টমুন্ডের হলুদ-কালো জার্সিতে মাঠে নামতে অপেক্ষা করতে হয় জানুয়ারি পর্যন্ত।
কাতার বিশ্বকাপ উপলক্ষে বুন্দেসলিগায় ছিল সর্বোচ্চ দুই মাসের বিরতি। গত জানুয়ারিতে লিগে নামার আগে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ডর্টমুন্ড। সেই ম্যাচে আট মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছিলেন হলার। এরপর লিগে তিন ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট করেছেন। আর কাল বিশ্ব ক্যানসার দিবসে ডর্টমুন্ডের হয়ে লিগে করেছেন প্রথম গোল।
ম্যাচ শেষে বুন্দেসলিগার ওয়েবসাইটকে হলার বলেছেন, ‘যাঁরা আজ ক্যানসারের সঙ্গে লড়ছেন বা ভবিষ্যতে লড়বেন, এই গোলটা ছিল তাঁদের প্রতি আমার বার্তা।’
সিগনাল ইদুনা পার্কে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ১০ জনের ফ্রেইবুর্গকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় ডর্টমুন্ড। শক্তি সঞ্চয় করতে হলারকে তাই ৬১ মিনিটে তুলে নিয়েছেন কোচ এডিন টেরজিক। এ ব্যাপারে হলার বলেন, ‘এটা আমাকে আশা দেখিয়েছে, সাহস জুগিয়েছে। সামনের দিনগুলো আরও ভালো হতে চলেছে।’
আগামী বুধবার রাতে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বোখুমের মুখোমুখি হবে হলারের ডর্টমুন্ড।