রদ্রির ব্যালন ডি’অর জয় গার্দিওলার জন্য ‘অবিশ্বাস্য খবর’

এক ফ্রেমে গার্দিওলা ও রদ্রিএএফপি

রদ্রির ব্যালন ডি’অর জয় রীতিমতো চমক হয়ে এসেছে ফুটবল–বিশ্বের জন্য। এমন নয়—যোগ্যতার বিচারে তাঁর পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন আছে; কিন্তু কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের গুঞ্জনগুলো ছিল ভিনিসিয়ুসের পক্ষে। তা ছাড়া হোল্ডিং মিডফিল্ডারের ব্যালন ডি’অর জেতার ইতিহাসও যে ছিল না। তবে গত মৌসুমে অর্জনের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই রদ্রি।

প্রিমিয়ার লিগে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোও। এমনকি ইউরোর সেরা খেলোয়াড়ও হয়েছেন। এর পরও রদ্রির ব্যালন ডি’অর জয় কিছুটা চমকে দিয়েছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকেও। বলেছেন, এই পুরস্কার হয়তো চোট থেকে দ্রুত সেরে উঠতেও বাড়তি অনুপ্রেরণা জোগাবে রদ্রিকে।

রদ্রির ব্যালন ডি’অর জয়ে অভিনন্দন জানিয়ে গার্দিওলা বলেন, ‘প্রথমে অবশ্যই তাকে এবং তার পরিবার ও বন্ধুদের অভিনন্দন। এটা তার জন্য এবং আমাদের জন্য অবিশ্বাস্য খবর। একইভাবে আমাদের সিটি এবং আমাদের সমর্থকদের জন্যও। আমরা তাকে নিয়ে গর্বিত। এটা প্রথমবার ঘটল।’

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে রদ্রিকে বিশ্বের সেরা মিডফিল্ডারের স্বীকৃতি দিয়েছেন গার্দিওলা। যদিও রদ্রি এই পুরস্কার পাবেন সেটি কয়েক বছর আগেও ভাবতে পারেননি সিটির এই কোচও, ‘আমরা কয়েক বছর আগেও ভাবিনি যে আমাদের খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাবে। আমরা এটার অংশ হতে পেরে এবং তার সঙ্গে এটা ভাগাভাগি করতে পেরে আনন্দিত। আশা করি, এটা পরের মৌসুমের জন্য তাকে সেরে ওঠার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রাণশক্তি দেবে।’

ব্যালন ডি’অর ট্রফি নিয়ে স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। গতকাল প্যারিসে
এএফপি

ব্যালন ডি’অরের মতো পুরস্কারের গুরুত্ব নিয়েও এ সময় কথা বলেছেন গার্দিওলা, ‘রদ্রি জানে এটা অর্জনের জন্য ক্লাব এবং সতীর্থদের সাহায্যের প্রয়োজন ছিল। বিশেষ করে একজন হোল্ডিং মিডফিল্ডারের জন্য। সেন্টারব্যাক অতীতেও পুরস্কার জিতেছে। তা ছাড়া গোল করলে এবং অবিশ্বাস্য কিছু করে দেখালে পুরস্কার পাওয়াটা স্বাভাবিকই। ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি অবিশ্বাস্য ছিল। তারা এটা ভাগাভাগি করেছে এবং এটা তাদের প্রাপ্যও ছিল। অন্য উচ্চতায় ছিল তারা। এখন এটা (লড়াইটা) সংকুচিত হয়ে এসেছে এবং যে কেউ জিততে পারে।’

আরও পড়ুন