পিএসজির অনুশীলনে ফিরলেন মেসি, নিষেধাজ্ঞা কি কমবে
তবে কি বরফ গলতে শুরু করেছে? সৌদি আরব সফর নিয়ে ভিডিও বার্তায় লিওনেল মেসি ক্ষমা চাওয়ার পর কি তাঁর প্রতি একটু নমনীয় হয়েছে পিএসজি? উত্তরটা এখনই দেওয়া যাচ্ছে না। তবে ঝড়ের পর মেসি ও তাঁর ক্লাবের মধ্যে সম্পর্ক হয়তো আবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছে পিএসজিই। মেসির অনুশীলনের একটি ছবি টুইটারে দিয়ে ক্লাবটি লিখেছে, ‘পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার ৮ মে, সোমবার অনুশীলনে ফিরেছেন।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী শনিবার অ্যাজাক্সিওর বিপক্ষে পিএসজির ম্যাচে মেসিকে ফেরানোর চিন্তাভাবনা চলেছে। তবে এ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে এ মুহূর্তে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে তারা এগিয়ে ৬ পয়েন্টের ব্যবধানে।
গত ৩০ এপ্রিল লঁরার বিপক্ষে ম্যাচের পরপরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। সৌদি আরবের পর্যটনদূত হিসেবে এই সফর ছিল আর্জেন্টাইন তারকার পূর্বনির্ধারিত। তবে লঁরার বিপক্ষে ম্যাচ পিএসজি হেরে যাওয়ার পর কোচ ক্রিস্তফ গালতিয়ের পরদিনই অনুশীলনের সূচি রেখেছিলেন। কিন্তু সৌদি আরব চলে যাওয়াতে মেসি সেই অনুশীলনে যোগ দিতে পারেননি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় মঙ্গলবার তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। এমনকি শোনা গেছে, মেসির সঙ্গে নতুন কোনো চুক্তি না করারও সিদ্ধান্ত নেয় পিএসজি।
তবে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তাঁর সৌদি সফরের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘সৌদি আরবে আগেও একটি সফর বাতিল হওয়ার পর আমি এ সফরটির পরিকল্পনা করি। কোনোভাবেই আমার এই সফর বাতিল বা স্থগিত করার উপায় ছিল না। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি। অপেক্ষায় আছি ক্লাব এখন কী সিদ্ধান্ত নেয়, সেটির।’
মেসির এই ক্ষমা প্রার্থনার পরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পিএসজি মেসিকে যে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল, তাতে তিনি অনুশীলন থেকেও নিষিদ্ধ ছিলেন। আজ মেসি অনুশীলনে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁর শাস্তি কি কিছুটা কমানোর চিন্তা করছে পিএসজি?