জাভির বিদায়ের পর জায়গা নিতে প্রস্তুত বার্সার আরেক সাবেক খেলোয়াড় মার্কেজ

বার্সেলোনার কোচের পদ থেকে মৌসুম শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাভিএএফপি

মৌসুম শেষেই বার্সেলোনাকে বিদায় জানাবেন জাভি হার্নান্দেজ। লা লিগায় গতকাল ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরে যাওয়া ম্যাচ শেষে বিদায়ের এই ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। হঠাৎ করেই জাভির এই ঘোষণায় সামনে চলে এসেছে একটি প্রশ্ন—জাভি চলে যাওয়ার পর কে হবেন বার্সেলোনার কোচ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাংবাদিকেরা হাজির হয়েছিল বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় থিয়াগো মোত্তা ও রাফায়েল মার্কেজের কাছে। এখনই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না জানিয়ে জাভির বিদায় বলে দেওয়াকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন মোত্তা। আর মার্কেজ বলেছেন, জাভির জায়গা নিতে প্রস্তুত তিনি।

আরও পড়ুন
বার্সেলোনার সাবেক ফুটবলার থিয়াগো মোত্তা
রয়টার্স

মোত্তা এখন ইতালির ক্লাব বোলোনিয়ার কোচ। ব্রাজিলে জন্ম নেওয়া ইতালির সাবেক ফুটবলার মোত্তা জাভির ঘোষণা নিয়ে বলেছেন, ‘এটা দুঃখজনক। সে খুব ভালো করছিল এবং গত মৌসুমে শিরোপা জিতেছে। ইয়ুর্গেন ক্লপও লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কোচিং পেশাটা কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা নিজেরাই এই পেশা বেছে নিয়েছি।’

বোলোনিয়াতে তাঁর ভবিষ্যৎ কী এবং বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পেলে সেখানে যাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মোত্তা বলেছেন, ‘যখন খবর ছাপার সময় হবে, আমই আপনাদের বলব। কিন্তু এ বিষয়ে আজ কোনো খবর নেই।’

আরও পড়ুন
রাফায়েল মার্কেজ এখন বার্সেলোনার ‘বি’ দলের কোচ
রয়টার্স

একই প্রশ্ন করা হয়েছিল বার্সেলোনার সাবেক মেক্সিকান ডিফেন্ডার মার্কেজকে। এই মুহূর্তে বার্সেলোনা ‘বি’ দলের এই কোচ স্পেনের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(ভিয়ারিয়ালের কাছে) মূল দলের এই হারটা দুঃখজনক। আমি মনে করি, বোর্ডের এ (নতুন কোচের বিষয়) নিয়ে ভাবার জন্য এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সময় আছে। কাকে কোচ হিসেবে নিয়োগ দেবে, এই সিদ্ধান্ত তারা নেবে, এটা তাদের হাতে।’

মার্কেজ এরপর যোগ করেন, ‘নিশ্চিত করেই আমি (বার্সেলোনার মূল দলের কোচ হওয়ার জন্য) তৈরি হতে থাকব। আমি এখন ছেলেদের নিয়ে যে কাজ করছি, সেটাতে খুশি।’ মার্কেজ এখানেই থামেননি। এরপর বললেন, ‘(বার্সেলোনার কোচ হতে) কে না চায়? এ ধরনের সুযোগ এলে আপনি না বলতে পারবেন না। সুযোগটা যদি আসেই, তাহলে আমি করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।’

আরও পড়ুন