ইংল্যান্ড কোচের চাকরি: ফুটবলে ক্লপের ‘না’, ক্রিকেটে এগিয়ে কারা

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপএক্স

ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। পরপর দুটি ইউরোর ফাইনালে তুলেও শিরোপা জিততে না পারার ব্যর্থতাতেই মূলত সরে দাঁড়ান এই ইংলিশ কোচ। জাতীয় দলের ফুটবল কোচের পর গত ৩০ জুলাই জাতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে গেছেন ম্যাথু মট। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় ইংল্যান্ড, এর জেরেই মট দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় ইসিবি।

দুই কোচের বিদায়ে এখন ফুটবলের দল এবং সীমিত ওভারের ক্রিকেট দলের কোচের পদ খালি। ফুটবল দলের সম্ভাব্য কোচ হিসেবে এর মধ্যে সামনে এসেছে কদিন আগে লিভারপুল ছাড়া ইয়ুর্গেন ক্লপের নাম। আর ক্রিকেটে মটের বিকল্প হিসেবে শোনা যাচ্ছে অ্যান্ড্রু ফ্লিনটফ, কুমার সাঙ্গাকারা ও জোনাথন ট্রটের নাম। এর মধ্যে ইংল্যান্ড ফুটবল দলের কোচ হওয়ার ব্যাপারে নিজের মত জানিয়েছেন ক্লপ।

আরও পড়ুন


গত মৌসুমের মাঝপথেই মৌসুম শেষে লিভারপুল ছাড়ার কথা জানিয়ে দেন ক্লপ। লিভারপুলকে সাফল্যের রথে ফেরানোর এই নায়ক ‘ক্লান্তি’র কথা জানিয়েই মূলত অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে বিরতিতে যান। বিদায়বেলায় লিভারপুল ক্লাব ও সমর্থকেরা রাজসিক বিদায়ও দেন ক্লপকে। এর আগেই অবশ্য ক্লপ জানিয়ে দেন, ইংল্যান্ডে লিভারপুল ছাড়ার পর আর কোনো ক্লাবের কোচ হয়ে ভবিষ্যতে কাজ করবেন না তিনি। দায়িত্ব ছাড়ার পর আপাতত অবকাশেই আছেন ক্লপ।

অ্যান্ড্রু ফ্লিনটফ
রয়টার্স

এর মধ্যে সামনে এসেছে ক্লপের ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনার প্রসঙ্গটিও। বিষয়টি নিয়ে বেশ স্পষ্টভাবে নিজের অভিমত জানিয়েছেন এই জার্মান কোচ, ‘এ মুহূর্তে চাকরি নিয়ে কোনো খবর নেই। না ক্লাবের, না দেশের।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড? যদি আমি বলি আপনাদের (ইংলিশদের) জন্য ব্যতিক্রম কিছু করব, তবে সেটা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় লজ্জা হবে।’

অন্যদিকে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে সবচেয়ে বেশি সামনে আসছে সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের নাম। সাম্প্রতিক সময়ে কোচ হিসেবে সামনে এসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড দলের কোচিং স্টাফে কাজ করার পর এখন দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের দায়িত্ব পালন করছেন তিনি।

আরও পড়ুন

ফ্লিনটফ ছাড়াও অন্যদের মধ্যে সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল হাসি এবং আফগানিস্তান দলের বর্তমান প্রধান কোচ জোনাথন ট্রটের নামও শোনা যাচ্ছে।

মট যাওয়ার পর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ ট্রেসকোথিককে। সাঙ্গাকারা এখন ধারাভাষ্যে যুক্ত, হাসি এর আগে ইংল্যান্ডের হয়ে কাজ করেছেন। আর আফগানিস্তানের দায়িত্ব না ছাড়লেও ট্রটকে এরই মধ্যে কোচ হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ এসএটোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালস।