২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিটির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে কি বায়ার্নে যাবেন ওয়াকার

কাইল ওয়াকারএএফপি

ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। তবে দুই দিন আগে খবর এসেছিল, কাইল ওয়াকারকে ২০২৫ পর্যন্ত চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে সিটি। বেতন সপ্তাহে ১৬ হাজার পাউন্ড। সেই প্রস্তাবে ইংলিশ ডিফেন্ডারের খুশিই হওয়ার কথা। বয়স ৩৩ হয়ে গেছে তাঁর। এই বয়সে খুব দীর্ঘমেয়াদি চুক্তি সাধারণত খেলোয়াড়দের সঙ্গে করে না ক্লাবগুলো।

চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে কাইল ওয়াকার
এএফপি

ওয়াকার তাই সিটিতেই থেকে যেতে পারেন, এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল ওই প্রস্তাবের পর। তবে আজ স্কাই স্পোর্টস জার্মানিসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, সিটির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে চলে যাচ্ছেন ইংলিশ এই রাইটব্যাক। বায়ার্নের সঙ্গে নাকি ব্যক্তিগত চুক্তির শর্তাবলি দিয়ে পাকা কথা হয়েছে ওয়াকারের। আপাতত বায়ার্নের সঙ্গে দুই বছরের চুক্তি হতে পারে ওয়াকারের, থাকছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুবিধা।

আরও পড়ুন

২০১৭ সালে ৫ কোটি ২৭ লাখ ইউরোতে টটেনহাম থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ওয়াকার। পরের ছয় বছরে সিটির হয়ে জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ, দুটি কমিউনিটি শিল্ড ও একটি চ্যাম্পিয়নস লিগ। এই সময়ে তিনি হয়ে উঠেছিলেন পেপ গার্দিওলার দলের অন্যতম বড় আস্থা। বয়স ৩০-এর ওপাশে চলে যাওয়ার পরও দারুণ গতি দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন সবাইকে। এই তো সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেভাবে তাঁর চেয়ে প্রায় অর্ধেক বয়সী ভিনিসিয়ুস জুনিয়রকে সামলেছেন, সেটা দেখে প্রশংসা করেছেন ফুটবলবোদ্ধারা।


এই দলবদলের মৌসুমের শুরু থেকেই ওয়াকারকে চাইছে বায়ার্ন মিউনিখ। ওয়াকারও সিটির হয়ে ট্রেবলজয়ী মৌসুম কাটানোর পর নতুন চ্যালেঞ্জের খোঁজে আছেন। তা ছাড়া নতুন মৌসুমের জন্য সিটির কোচ পেপ গার্দিওলাও হয়তো দলটাকে নতুন করে সাজাবেন। সে জায়গায় ৩৩ বছর বয়সী ওয়াকারের আগামী মৌসুমে ‘গেমটাইম’ কমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আবার ওয়াকার নিশ্চয়ই চাইবেন এমন ফর্মে থাকা অবস্থায় দলের হয়ে যত বেশি পারা যায় ম্যাচ খেলতে।

বায়ার্নে চলে যাচ্ছেন কাইল ওয়াকার
এএফপি

যেহেতু বায়ার্ন তাঁকে চাচ্ছে এবং সেখানে বেশি ম্যাচ খেলার সুযোগ মিলবে বলে আশা করা যায়, ওয়াকারও তাই হয়তো দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে বেঞ্জামিন পাভার এই দলবদলের মৌসুমেই বায়ার্ন ছেড়ে যাবেন বলে গুঞ্জন। তাঁর জায়গায় ওয়াকারই বায়ার্ন কোচ টমাস টুখেলের প্রথম পছন্দ।
স্কাই স্পোর্টস জার্মানি জানিয়েছে, ওয়াকারের জন্য সিটিকে ২ কোটি ইউরো দিতে রাজি বায়ার্ন। এখন দেখার অপেক্ষা, সিটি এই চুক্তিতে রাজি হয় কি না।

আরও পড়ুন
আরও পড়ুন