শেষ বিশ্বকাপ মনে করে খেলবেন নেইমার
লিওনেল মেসি আগেই জানিয়েছেন, কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ। ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোরও পরের আসরে খেলার সম্ভাবনা অতি ক্ষীণ। কিন্তু কাতারে সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার তালিকায় নেইমারও আছেন! ৩০ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ডের কথায় অন্তত তেমন কিছুই মনে হয়।
পিএসজি তারকার ‘শেষ বিশ্বকাপ’ ভাবনায় অবশ্য ‘অভিমান’ বা থেমে যাওয়ার মতো কোনো বিষয় নেই। আছে দর্শন–তত্ত্ব। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ তাঁকে প্রশ্ন করেছিল, এটাই তাঁর শেষ বিশ্বকাপ কি না?
তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নেইমার জবাব দেন সম্মতির সুরে, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি আমার বাবার সঙ্গে নিয়মিতই কথা বলি। সেই আলোচনায় থাকে, প্রতিটি ম্যাচই আমার শেষ ম্যাচ। কারণ, আগামীকাল কী হবে আমরা কেউ জানি না। আপনাকে আমি সামনের বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিতে পারব না। সত্যিই জানি না পরেরটা খেলব কি না। আমি শেষ মনে করেই খেলব।’
৩৪ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না, তা অনেক কিছুর ওপর নির্ভর করছে জানিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলতেও পারি, আবার না–ও পারি। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। হতে পারে কোচ বদলে গেল, সেই কোচ আমাকে পছন্দ করলেন না।’
২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন নেইমার। চোট পান ২০১৮ বিশ্বকাপের আগেও। চোটপ্রবণতার কারণেই কি দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি?
এ ক্ষেত্রে নেইমারের উত্তর না–সূচক, ‘শারীরিক কারণ? না। ওটা নির্ভর করছে আমি তখন কোন অবস্থায় থাকব তার ওপর। আমি আসলে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু এবারের বিশ্বকাপটা খেলতে চাই। নিজেকে ঢেলে দিতে চাই। কারণ, আমাদের এবার অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি।’
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিটি বিশ্বকাপেই যায় শিরোপার দাবিদার হিসেবে। ব্যতিক্রম নয় এবারও। তবে কাতার বিশ্বকাপে অনেকেই ব্রাজিলের চেয়েও অন্যদের বেশি এগিয়ে রাখছেন মন্তব্য করে নেইমার বলেন, ‘যদিও প্রচুর মানুষ এবার আমাদের ওপর আস্থা রাখছে না, তবু বলব আমরা ভিন্ন কিছুই দেখাব। এবারের বিশ্বকাপের দলটির ফল ভালো কিছুই হবে। নিজেদের আমি অনেক দূরই দেখতে পাচ্ছি।’