২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিটি সেমিফাইনালে উঠলেও খুশি নন হলান্ড, কেন

পেনাল্টি মিস করলেও পরে ঠিকই গোল করেছেন হলান্ডছবি: এএফপি

৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্লিং হলান্ড। বায়ার্নের মাঠে কাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তাঁর সেই ব্যর্থতায় ম্যানচেস্টার সিটির কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি। ৫৭ মিনিটে হলান্ডই গোল করে সিটিকে এগিয়ে দেন। এরপর জশুয়া কিমিখের গোলে বায়ার্ন ১–১ ড্র নিয়ে মাঠ ছাড়ে। তবে দুই লেগ মিলিয়ে ৪–১ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার সিটিই।

পেনাল্টি মিস করলেও দলের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া হলান্ড গোলও পেয়েছেন। কিন্তু হলান্ড নিশ্চয়ই খুশি নন বলে মনে করেন ম্যান সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ম্যাচ শেষে ডি ব্রুইনা এমন কথাই বলেছেন।

আরও পড়ুন

হলান্ডকে অনেক দিন ধরেই দেখছেন ডি ব্রুইনা। সেই দেখা থেকে জানেন, হলান্ডের গোল–ক্ষুধা কত বেশি। এমন একজন গোলের সবচেয়ে সহজ সুযোগ পেয়েও সেটা করতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা।

পেনাল্টি মিস করেছেন হলান্ড
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে ডি ব্রুইনা বলেছেন, ‘আমি তাকে যতটা চিনি, পেনাল্টি মিস করার পর সে খুশি থাকবে না। কিন্তু এটা এখন অতীত। আবার সুযোগ এলে (গোল) করতে হবে। তার সুযোগ এসেছে, অসাধারণ ফিনিশিংয়ে গোল করেছে এবং আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে।’

আরও পড়ুন

মিউনিখে করা হলান্ডের গোলটি ছিল এবারের চ্যাম্পিয়নস লিগে তাঁর ১২তম, ক্যারিয়ারের ৩৫তম। আর ২০২২–২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হলান্ডের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে।