ওচোয়ার ‘বিশ্বস্ত হাত’ ছাড়াই কোপায় মেক্সিকো

গিয়ের্মো ওচোয়া। বাদ পড়েছেন মেক্সিকোর কোপা আমেরিকা স্কোয়াড থেকেরয়টার্স

গিয়ের্মো ওচোয়া—নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বকাপ। মেক্সিকোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’ হয়ে বিশ্বকাপে অনেকের মন জয় করেছেন ওচোয়া। জুলাইয়ে ৩৯ বছর বয়সে পা রাখতে যাওয়া এই গোলকিপারকে দেখা যাবে কোপা আমেরিকায়। ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। ওচোয়া, রাউল হিমিনেজ ও হারভিং লোজানোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই কোপায় খেলবে মেক্সিকো।

আরও পড়ুন

২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষিক্ত ওচোয়া জাতীয় দলের হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন। মেক্সিকোর জার্সিতে সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলার তালিকায় তৃতীয় ইতালিয়ান ক্লাব সালেরনিতানার এই গোলকিপার। তবে গোলকিপার হিসেবে মেক্সিকোর হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ কেউ খেলেননি। ফুলহামের ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড হিমিনেজ মেক্সিকোর হয়ে ১০৪ ম্যাচে ৩৩ গোল করেছেন। মেক্সিকোর হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ষষ্ঠ হিমিনেজ। পিএসভি উইঙ্গার লোজানো মেক্সিকোর হয়ে খেলেছেন ৭০ ম্যাচ। মোট ১০টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে এই তিন খেলোয়াড়ের।

মেক্সিকোর কোপা আমেরিকা স্কোয়াড: গোলকিপার: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র‍্যানগেল। ডিফেন্ডার: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস। মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ। ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।

২০০৬ থেকে সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত মোট পাঁচটি বিশ্বকাপে মেক্সিকো দলে ছিলেন ওচোয়া। এর মধ্যে সর্বশেষ তিনটি বিশ্বকাপে (২০২২, ২০১৮, ২০১৪) ছিলেন মেক্সিকোর গোলপোস্ট ভরসার নাম। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে বেঞ্চে ছিলেন ওচোয়া। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। নিজের ক্লাব সালেরনিতানার একাদশ থেকেও বাদ পড়েছেন। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তিও শেষ হওয়ার পথে। ওচোয়ার বাদ পড়া নিয়ে মেক্সিকোর কোচ হাইমে লোজানো বলেছেন, ‘আমি “মেমো”র (ওচোয়া) সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি যে সিদ্ধান্তটি আমি নিয়েছি এবং তার অর্থ এই নয় যে সে প্রক্রিয়ায় (২০২৬ বিশ্বকাপ) নেই। আমরা শুধু অন্য খেলোয়াড়দের একটু দেখতে চাই।’

আরও পড়ুন

৩২ বছর বয়সী হিমিনেজ ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে সর্বশেষ বিশ্বকাপে ছিলেন বদলি। ফুলহামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এ বছর ১৯৩ মিনিট খেললেও গত ৩১ ডিসেম্বরের পর থেকে গোলখরায় ভুগছেন হিমিনেজ। এর আগে মেক্সিকোর গড়া সর্বশেষ তিনটি স্কোয়াডেও জায়গা হয়নি হিমিনেজের।

হারভিং লোজানোরও জায়গা হয়নি মেক্সিকো দলে
রয়টার্স

২৮ বছর বয়সী লোজানো মেক্সিকোর হয়ে সর্বশেষ দুটি বিশ্বকাপে খেলেছেন। পিএসভির হয়ে এবার ডাচ লিগ জিতেছেন লোজানো। এই পথে ২২ ম্যাচে করেছেন ৬ গোল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর একাদশের হয়ে খেলা স্ট্রাইকার হেনরি মার্টিনেরও জায়গা হয়নি কোপার দলে।

‘বি’ গ্রুপ থেকে ২২ জুন জ্যামাইকার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে মেক্সিকো। এই গ্রুপে মেক্সিকোর বাকি দুই প্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

আরও পড়ুন