মেসির ছবি নিয়ে আবেগী ভক্তদের ভুল শুধরে দিলেন সাবেক ফুটবলার
ছবিটি লিওনেল মেসিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সাধারণত যেটা হয়, মেসি কোনো ছবি পোস্ট করলে তাঁর ভক্তরা সেই ছবি খুঁটিয়ে দেখেন। ভালো–মন্দ থেকে যেকোনো ঠিক–ভুল সব বের করে ফেলেন। সব সময়ই যে তাঁরা সফল হন, তা নয়, কখনো কখনো ভুলও হয়। এ যাত্রায় সেটাই হয়েছে!
ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির পোস্ট করা দুটি ছবির মধ্যে একটি ছিল ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে বিমানে বসে থাকার। এ ছবি নিয়েই গবেষণায় ভুল করেছেন ‘নেটিজেন’রা। ছবিতে দেখা যাচ্ছে, মায়ামির টি–শার্ট ও শর্টস পরে বিমানের চেয়ারে হাসিমুখে বসে আছেন মেসি। ভক্তরা ছবিটি দেখে বুঝতে পারেন, মেসি বিমানের ‘ইকোনমি ক্লাস’–এ ভ্রমণ করছেন। অর্থাৎ সস্তা আসন। ব্যস, এরপরই শুরু হয়ে যায়!
কেউ কেউ মন্তব্য করেন, যাঁর ব্যক্তিগত জেট বিমান আছে, তাঁকে ইকোনমি ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছে! টুইটারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এক অ্যানালিস্ট (ফাভিয়ান রেনকেল) পর্যন্ত টুইট করেন, ‘ওরা তাকে (মেসি) আমাদের মতো ইকোনমি ক্লাসে করে নিয়ে এসেছে। সে (মেসি) বলেছিল, এমএলএসে এসে সাধারণ জীবন যাপন করতে চায়, আমার ধারণা, এটাই সেই জীবন।’
কিন্তু ভুলটা ধরিয়ে দেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড টেলর টুয়েলমান। অ্যাপল টিভিতে এমএলএসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করা টুয়েলমান এ নিয়ে টুইট করেন, ‘চার্টার্ড (ভাড়ায়) বিমানে কোনো প্রথম শ্রেণির আসন থাকে না। এটা বুঝতে কারও তেমন কষ্ট হওয়ার কথা নয়।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ সময় কাটছে মেসির। ইন্টার মায়ামির হয়ে এ পর্যন্ত ৪ ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে সর্বশেষ তিন ম্যাচেই জোড়া গোল করেছেন। গতকাল লিগস কাপে ডালাস এফসিকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ওঠে মায়ামি। সেই ম্যাচের পর বিমানে ফেরার পথে তোলা ছবিই সম্ভবত ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মেসি।
তবে সে যা হোক, আর্জেন্টাইন তারকার পারফরম্যান্সে কিন্তু বুঁদ হয়ে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। কিছুদিন আগে মেসির জার্সিতে অটোগ্রাফ নিয়ে চাকরি হারিয়েছিলেন এক কলম্বিয়ান নাগরিক। আরেক ভক্ত মেসিকে দেখতে গিয়ে আটক হন। অন্য এক ভক্ত আরেক কাঠি সরেস। মেসিকে রাস্তায় পেয়ে গাল বাড়িয়ে দিয়ে চুমু আদায় করে নেন।