কোয়ার্টার ফাইনালে উঠতে কী করতে হবে ব্রাজিলকে

প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে ব্রাজিলএএফপি

কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটিকেই পেয়ে গেছে কোপা আমেরিকা। সেই সাত দলের মধ্যে নেই ব্রাজিলের নাম। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে এখনো শেষ আট নিশ্চিত করতে পারেনি।

যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় ব্রাজিল পড়েছে ‘ডি’ গ্রুপে, যে গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আছে পয়েন্ট তালিকার দুইয়ে। বাংলাদেশ সময় আগামীকাল সকালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। সেই ম্যাচটি নির্ধারণ করে দেবে ব্রাজিলের ভাগ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেমন ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, তেমনি বড় ব্যবধানে হেরে গিয়ে বাদ পড়ার শঙ্কাও আছে।

পয়েন্ট তালিকা গ্রুপ ‘ডি’

কোয়ার্টার ফাইনালে ওঠার নাটাইটা অবশ্য ব্রাজিলের হাতেই আছে। কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই শেষ আট নিশ্চিত হবে দলটির। সে ক্ষেত্রে অবশ্য গ্রুপ রানার্সআপ হবে ব্রাজিল। তখন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে খেলতে হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে।

কলম্বিয়া ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল
এএফপি

আর ব্রাজিল কাল সকালে কলম্বিয়াকে হারিয়ে দিলে হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ সেরা হলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পাবে পানামাকে।

কলম্বিয়ার কাছে হেরে গেলেও ব্রাজিলের সম্ভাবনা থাকছে শেষ আটে ওঠার। একই সময়ে শুরু হতে যাওয়া কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচে কোস্টারিকা পয়েন্ট হারালেই ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

আরও পড়ুন

তবে ব্রাজিল যদি হারে ও কোস্টারিকা জেতে, তখন দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। তখন সবার আগে আসবে গোল পার্থক্যের হিসাব। আপাতত এই হিসাবে বেশ এগিয়ে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ৪ গোল দিয়ে ব্রাজিল খেয়েছে ১টি, যার অর্থ দলটির গোল পার্থক্য +৩। অন্যদিকে দুই ম্যাচে একটিও গোল না পাওয়া কোস্টারিকা খেয়েছে ৩ গোল, দলটির গোল পার্থক্য -৩।

প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র
এএফপি

ব্রাজিল কলম্বিয়ার কাছে ৩ গোলের ব্যবধানে হারলে ও কোস্টারিকা প্যারাগুয়েকে ৩ গোলের বেশি ব্যবধানে হারালে গোল পার্থক্যে ব্রাজিলকে পেছনে ফেলবে কোস্টারিকা। দুই দলের গোল পার্থক্যও সমান হয়ে গেলে দেখা হবে গ্রুপ কারা বেশি গোল করেছে। সেটিও সমান হয়ে গেলে আসবে মুখোমুখি লড়াইয়ে হিসাব। যেহেতু ব্রাজিল-কোস্টারিকা ড্র করেছে, তাই এরপর দেখা হবে কারা কম লাল কার্ড দেখেছে। সেটিতেও সমতা থাকলে আসবে হলুদ কার্ডের হিসাব। এরপরও যদি দুই দলকে আলাদা করা না যায়, তবে টসে ভাগ্য নির্ধারণ করা হবে।

আরও পড়ুন