কেইনের জন্য তৃতীয় প্রস্তাব দেবে বায়ার্ন
হ্যারি কেইনের দলবদল নিয়ে টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু বেশ বিরক্ত।
টটেনহামের প্রাক্–মৌসুম পর্ব শুরু হয়ে গেছে। চলছে সামনের জন্য দল গুছিয়ে নেওয়ার কাজ। কিন্তু দলের প্রধান স্ট্রাইকারকে কেন্দ্র করে কী গোছাবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না।
১০ মৌসুম ধরে টটেনহামে আছেন কেইন। চুক্তি আছে আরও এক বছরের। তবে ২৯ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড এবার অন্য কোথাও চলে যেতে পারেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের নাম। জার্মান পরাশক্তি ক্লাবটি এরই মধ্যে দুই দফা প্রস্তাব দিয়েছে। তবে অর্থের অঙ্কে টটেনহামের সঙ্গে বনিবনা হচ্ছে না। ইংলিশ ক্লাবটি কেইনকে অন্তত ১০ কোটি পাউন্ডে বিক্রি করতে চায়। কিন্তু বায়ার্ন প্রস্তাব করেছিল যথাক্রমে ৭ কোটি ও ৮ কোটি পাউন্ড। টটেনহাম রাজি না হওয়ায় বায়ার্ন এবার নতুন প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে। তবে কেইনের দলবদলের বিষয়টি ঝুলে থাকায় পোস্তেকগলু আছেন অস্বস্তিতে।
প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে টটেনহাম এখন থাইল্যান্ডে আছে। এর আগে ছিল অস্ট্রেলিয়ায়। মঙ্গলবার পার্থে ওয়েস্ট হামের বিপক্ষে ৩–২ ব্যবধানে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন কেইন। অস্ট্রেলিয়ার পর থাইল্যান্ড ও সিঙ্গাপুর ঘুরে এ মাসের শেষ দিকে ইংল্যান্ডে ফিরবে টটেনহাম।
লন্ডনের দ্য টাইমস জানিয়েছে, টটেনহাম দেশে ফিরলে বায়ার্ন তৃতীয় প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে অর্থের অঙ্ক এবার কেমন থাকবে, তা নিশ্চিত নয়। সামনের মৌসুমের জন্য একজন গোলস্কোরার খুঁজছে বায়ার্ন।
গত বছর রবার্ট লেভানডভস্কি বার্সেলোনায় চলে যাওয়ার পর লিভারপুল থেকে সাদিও মানেকে নিয়েছিল জার্মান ক্লাবটি। তবে কোচ টমাস টুখেলের প্রত্যাশা পূরণ করতে পারেননি মানে। সেনেগালের এ তারকা এ বছর সৌদি আরবের আল নাসরে চলে যেতে পারেন বলে দলবদল বাজারে আলোচনা আছে। যে কারণে একজন স্ট্রাইকারের জন্য উন্মুখ হয়ে আছে বায়ার্ন।
এদিকে কেইনকে রাখা বা ছাড়ার বিষয়ে একটি সিদ্ধান্ত পেতে উন্মুখ হয়ে আছেন পোস্তেকগলুও। অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলে টটেনহাম কোচ কেইনকে নিয়ে বলেন, ‘এটা সত্যি যে ব্যাপারটা নিয়ে আমি স্বস্তিতে নেই। আমি জানি, যতবার আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি বা হ্যারি কথা বলতে যায়, প্রথম প্রশ্নই হয় দলবদল নিয়ে। আমি মনে করি, সবার ভালোর জন্যই বিষয়টির মীমাংসা দরকার। এই পরিস্থিতি হ্যারির জন্য ভালো হচ্ছে না, ক্লাবের জন্য ভালো হচ্ছে না, কারও জন্যই ভালো হচ্ছে না। কারণ, আমরা যতই ব্যাপারটাতে কম মনোযোগ দিতে চাই না কেন, আপনারাও বারবার একই কথা বলে যাবেন।’
তবে কেইনের দলবদলের সিদ্ধান্ত দ্রুত হয়ে যাক বললেও বাস্তবতাও মানছেন পোস্তেকগলু, ‘এখানে উল্টো দিকটাও দেখতে হবে। সমাধানের জন্য একটা দিনক্ষণ তো বেঁধে দেওয়া যায় না। এতে চাপ আরও বাড়ে।’