খেলার ধরন নয়, খেলায় জয়ই গুরুত্বপূর্ণ, বললেন ব্রাজিল কোচ

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আজ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেএএফপি

ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। ইকুয়েডর ২৭তম। শক্তিতে কিংবা ঐতিহ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ইকুয়েডরের তুলনাই চলে না। কিন্তু সেই ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কোনোমতে ১–০ গোলে জিতেছে, যে খেলায় সমর্থকদের মন ভরেনি। কিন্তু ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের যুক্তি, জেতাটাই গুরুত্বপূর্ণ। কীভাবে জয় এল, সেটা কোনো বিষয় নয়।

আরও পড়ুন

ব্রাজিলের জন্য এই ম্যাচটি জেতা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জয়শূন্য ছিল দরিভালের দল। গত বছর অক্টোবরে ভেনিজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরেছে টানা তিন ম্যাচ। তাতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে বেশ চাপেও ছিল ব্রাজিল।

এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়টি ৬টি দল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ। গত বছর নভেম্বরে বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ হারে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল ব্রাজিল। আজ ইকুয়েডরকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসে কিছুটা স্বস্তি পেয়েছে দরিভালের দল।

ব্রাজিলের জার্সিতে ধারাবাহিক হতে পারছেন না ভিনিসিয়ুস
এএফপি

কিন্তু সেই স্বস্তির মধ্যেও কিছুটা অস্বস্তি থেকে যাচ্ছে দরিভালের দলের খেলার ধরনে। ইকুয়েডরের বিপক্ষে ৩০ মিনিটে রদ্র্রিগোর করা গোলটিও হয়েছে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে। ম্যাচের বেশির ভাগ সময়ই এলোমেলো ফুটবল খেলেছেন লুকাস পাকেতা–ভিনিসিয়ুসরা। ব্রাজিলের জার্সিতে রিয়াল উইঙ্গার ভিনিসিয়ুসও তেমন ধারাবাহিক নন। আর ব্রাজিলের মূল যে শক্তি, মাঝমাঠে খেলা তৈরি করে আক্রমণভাগে সৃষ্টিশীলতার চূড়ান্তে পৌঁছে যাওয়া—তেমনটা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। আজ ব্রাজিলের জয়ের পর সংবাদ সম্মেলনে এসব নিয়ে কথা ওঠে। দরিভাল তাঁর যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন

চলতি বছরের জানুয়ারিতে দরিভাল দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল এখন পর্যন্ত ৯ ম্যাচের ৪টিতে জিতেছে, ড্র করেছে ৫টি (টাইব্রেকার বাদে)। এর মধ্যে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তাঁর দল। সেই বিদায়ের পর আজ প্রথম ম্যাচে মাঠে নেমেও ভালো খেলতে পারেনি ব্রাজিল। এ নিয়ে সংবাদ সম্মেলনে দরিভালের যুক্তি, ‘দল এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আজ আমরা জিতেছি, এটাই গুরুত্বপূর্ণ ছিল। কীভাবে জিতেছি, সেটা কোনো বিষয় নয়।’

ইকুয়েডরকে নিয়েও কথা বলেছেন দরিভাল। বিশ্বকাপ বাছাইয়ে গত বছর সেপ্টেম্বরে আর্জেন্টিনার কাছে নিজেদের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচ (৩ জয় ও ২ ড্র) অপরাজিত ছিল ইকুয়েডর। এরপর হারতে হলো ব্রাজিলের কাছে। সর্বশেষ কোপা আমেরিকায়ও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইকুয়েডর। টাইব্রেকারে হেরে যায় পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার কাছে। ব্রাজিলকে কত কষ্টে জিততে হয়েছে, সেটা বোঝাতেই সম্ভবত ইকুয়েডরের প্রশংসা করলেন দরিভাল, ‘আমরা এমন এক দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই প্রতিযোগিতায় এর আগে মাত্র একটি ম্যাচ হেরেছে। সেটা আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনার মাঠে ১–০ গোলে। কোপা আমেরিকাতেও দলটি ভালো খেলেছে। টাইব্রেকারে হেরেছে চ্যাম্পিয়ন দলের কাছে।’

আগামী বুধবার আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

আরও পড়ুন