কাসেমিরোর আশা, রোনালদো ইউনাইটেডেই থাকবেন

রোনালদোর সঙ্গে কাসেমিরো, যখন তাঁরা রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলৈনফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল-নাটকের মধ্যেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন কাসেমিরো। আগামীকাল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়েই ইউনাইটেডের জার্সিতে অভিষেক হওয়ার কথা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।

নতুন জার্সিতে মাঠে নামার আগে কাসেমিরোর চাওয়া, রোনালদো যেন ইউনাইটেড না ছাড়েন। অন্তত এ মৌসুমটা রোনালদোকে সতীর্থ হিসেবে চান কাসেমিরো। ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে কাসেমিরোর উত্তরটা ছিল এ রকম, ‘আমরা সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কথা বলছি। সে জানে যে আমি তাকে শ্রদ্ধা করি।’

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো
ছবি: এএফপি

কাসেমিরো এরপর যোগ করেন, ‘আমি আশা করছি, সে (রোনালদো) আমাদের সঙ্গেই থাকবে। সে আপনাকে অনেক গোল উপহার দেবে। রোনালদো একজন বিজয়ী। একজন নেতা। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে নাম লেখানোর আগে তাঁর সঙ্গে রিয়ালে চার বছর খেলেছেন কাসেমিরো। দুজনের সম্পর্কটা বেশ ভালো। সেটি বোঝা গেছে কাসেমিরো ইউনাইটেডে নাম লেখানোর পর। কাসেমিরো বলেন, ‘ভাষার কারণেই (দুজনের ভাষাই পর্তুগিজ) আমরা একে অপরের কাছাকাছি আসতে পেরেছি।’

আরও পড়ুন
হতাশ রোনালদো, হতাশ তো ইউনাইটেড সমর্থকেরাও
ছবি: টুইটার

কাসেমিরো যোগ করেন, ‘এখানে আমার প্রথম দিন থেকেই সে সবকিছুতে আমাকে অনেক সাহায্য করছে। আমি সত্যি আশা করছি, রোনালদো আমাদের সঙ্গে থাকুক।’
কিন্তু কাসেমিরো আশা করলেই তো আর সবকিছু তাঁর মতো করে হবে না! সেপ্টেম্বরের ১ তারিখের পর বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদলের বাজার।

রোনালদোর ইউনাইটেড ছাড়তে হলে এর আগেই নতুন কোনো ক্লাব খুঁজে নিতে হবে। তার আগে ইউনাইটেডের ম্যাচ আছে একটিই—আগামীকাল লিগে সাউদাম্পটনের বিপক্ষে।

সেই ম্যাচে রোনালদোকে মাঠে নামাবেন ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ? যদি নামান, ইউনাইটেডে এটাই হতে পারে রোনালদোর সঙ্গে কাসেমিরোর প্রথম ও শেষ ম্যাচ! নাটকীয় কি কিছু ঘটবে? ফুটবল–বিশ্বের নজর এখন সেদিকেই।

আরও পড়ুন