২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৫ গোল দিয়ে লা লিগায় বার্সার ছয়ে ছয়

বার্সার জয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়াএএফপি

শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে এস্পানিওলকে। রোববার রিয়ালের চেয়ে ১টি গোল বেশি করল বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় টানা ষষ্ঠ জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।

তবে রোববারে ম্যাচটি দুশ্চিন্তা নিয়েই শেষ করেছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন যে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন।

বার্সা ৪ গোলের ব্যবধানে জিতলেও নাটকের কমতি ছিল না ম্যাচে। জোড়া গোল করা রবার্ট লেভানডফস্কি পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেছেন। ভিয়ারিয়ালের গোল বাতিল হয়েছে ভিএআরে।

জোড়া গোল করলেও পেনাল্টি মিস করেছেন লেভানডফস্কি
রয়টার্স

২০ ও ৩৫ মিনিটে পোলিশ তারকা লেভার গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৩৮ মিনিটে স্বাগতিক ভিয়ারিয়াল ব্যবধান কমায় আয়োজ পেরেজের গোলে। ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে ব্যবধানটা ৩-১ করা বার্সার শেষ দুটি গোল করেন রাফিনিয়া।

আরও পড়ুন

টের স্টেগেন চোট পেয়েছেন প্রথমার্ধের শেষ দিকে। বল ধরার সময় পড়ে গিয়ে ডান হাঁটুতে চোট পান জার্মান গোলরক্ষক। তাঁর বদলি হিসেবে নামা ইনিয়াকি পেনা ভালোই করেছেন। নিকোলাস পেপের শট ফিরিয়ে স্কোরটাকে ২-২ করতে দেননি পেনা।

হাঁটুর চোটে স্ট্রেচারে মাঠ ছাড়ছেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন
রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে মোনাকোর কাছে হারা বার্সা লিগের ম্যাচটি জিততে পারত আর বড় ব্যবধানে। ১৭ মিনিটে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের শট পোস্টে লাগে। ৬৭ মিনিটে লেভার নেওয়া পেনাল্টিও ফিরেছে পোস্টে লেগে।  লেভা পেনাল্টি মিসের পরপরই ভিয়ারিয়ালের করা গোল ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে।

আরও পড়ুন