রিয়ালের বিপক্ষে প্রতিশোধ চান সিলভা, গার্দিওলা মনে করালেন বাস্তবতা
পেপ গার্দিওলার কথা শুনলে মনে হয় তাঁর মনের মধ্যে একটা ‘কিন্তু’ আছে। যেহেতু সেমিফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কিন্তু গার্দিওলারই শিষ্য বের্নার্দো সিলভা আবার রিয়ালকে পাত্তাই দিচ্ছেন না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এবার ম্যানচেস্টার সিটিকেই দেখতে পাচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার।
অথচ সেমিফাইনালের লড়াই এখনো শুরুই হয়নি। কাল রাতে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের লাইনআপ। বায়ার্ন মিউনিখের মাঠে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে সেমিফাইনালে উঠেছে সিটি। সেখানে তাঁদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় চ্যাম্পিয়নস লিগে ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অপর সেমিফাইনাল হবে ‘মিলান ডার্বি’—মুখোমুখি হবে ইন্টার মিলান ও এসি মিলান। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ মে ও ১০ মে। ফিরতি লেগ ১৬ ও ১৭ মে।
সিলভার বিশ্বাস, সিটি এবার রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে। গতবার এই সেমিফাইনালের মঞ্চেই ফিরতি লিগের অতিরিক্ত সময়ে সিটির হাতে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছিল রিয়াল।
পর্তুগিজ তারকা সিলভা এবার তার প্রতিশোধ নিতে চান, ‘আমরা অবশ্যই এটার জন্যই লড়ব। দল এই মুহূর্তে ভীষণভাবে আত্মবিশ্বাসী। আমার মনে হয় আমরা (ফাইনালে উঠতে) পারব...কাজটা কঠিন হবে কিন্তু কঠোর পরিশ্রম করেই এবার শিরোপা ঘরে আনতে চাই।’
সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য এখনই জোরেশোরে কিছু বলছেন না। বরং চ্যাম্পিয়নস লিগে বাস্তবতাটা মনে করিয়ে দিলেন সিটির এই স্প্যানিশ কোচ, ‘আমার মনে হয় সব ক্লাবই মনে করে যে এই প্রতিযোগিতা জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে। আগে এক সময় বার্সেলোনাকে নিয়ে এমন ভাবা হতো, এখন সেখানে রিয়াল।’