ঢাকা থেকে হামজা যাবেন ইংল্যান্ডে, বাকিরা ঈদের ছুটিতে

শিলং থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলবাফুফে

ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পায় হাভিয়ের কাবরেরার দল।

শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল-হামজারা।

বাফুফে সূত্রের খবর, হামজা আজ রাতটা ঢাকাতেই থাকবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই তাঁর ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে। বাকি খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ আপাতত নিজের ক্লাবে যাবেন। কেউ সরাসরি ঈদের ছুটিতে। অন্যরাও ক্লাব থেকে পরে ঈদের ছুটিতে যাবেন। ঈদের পরে আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল, এর আগেই সবার ঢাকায় ফেরার কথা।

হামজা চৌধুরী আগামীকাল ইংল্যান্ডে যাবেন
বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে। ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামটির সংস্কার এখনো চলমান। আর ভারতের বিপক্ষে ফিরতি লেগ ১৮ নভেম্বর ঢাকায়।

আরও পড়ুন

বাছাইয়ে প্রথম ম্যাচ ড্র করায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে একই দিন মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর ও হংকং। সেই ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।

প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট পাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে গোলের সুযোগ নষ্টের মিছিলে এক হামজা চৌধুরীই ছিলেন উজ্জ্বল। যে কারণে ভালো ফুটবল খেলেও আর জেতা হয়নি তপু-রাকিবদের।