২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মাঠে ফিরেই আবার রোনালদোকে শুনতে হলো ‘মেসি-মেসি’ স্লোগান

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের সমর্থকেরাও রোনালদো খ্যাপাতে দিল ‘মেসি–মেসি’ স্লোগানএএফপি

লা লিগায় লিওনেল মেসির সঙ্গে প্রায় এক দশকের দ্বৈরথে যতি টেনে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০১৮ সালে। এখন তো দুজনের একজনও ইউরোপের ফুটবলেই নেই। রোনালদো সৌদি আরবে আর মেসি মার্কিন-মুলুকে। মাঠে দুজন মুখোমুখি হন কালেভদ্রে, কখনো কোনো প্রীতি ম্যাচে।

মেসি আর রোনালদোর দুজন বিশ্বের দুই প্রান্তে ফুটবল খেললেও তাঁদের পুরোনো দ্বৈরথের ঝাঁজ এখনো রয়ে গেছে ভক্তদের মনে। আর সেই ঝাঁজটা মাঝেমধ্যেই টের পাচ্ছেন রোনালদো। সৌদি আরবের বিভিন্ন মাঠে তাঁকে খ্যাপাতে প্রতিপক্ষ দলের সমর্থকেরা কখনো কখনো ‘মেসি, মেসি’ স্লোগান দেন।

আরও পড়ুন

সৌদি প্রো লিগে ২৫ ফেব্রুয়ারি আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। গোলটি ছিল ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার ৭৫০তম। মাইলফলক ছোঁয়ার সেই দিনে প্রতিপক্ষের সমর্থকদের তাঁকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগানে বিরক্ত হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এর জন্য সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যার ফলে আল হাজেমের বিপক্ষে আল নাসরের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি। রিয়াদে নিজেদের মাঠে দলকে ৪-৪ গোলে ড্র করতে দেখেছেন ভিআইপি গ্যালারিতে বসে।

রোনালদো আল নাসরের হয়ে আবার মাঠে ফিরেছেন গতকাল রাতে। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচটিতে রোনালদো অবশ্য গোল পাননি। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের মাঠ থেকে তাঁর দলও হেরে এসেছে ১-০ গোলে।

আরও পড়ুন

হারের এই হতাশার সঙ্গে রোনালদোর মনে যোগ হয়েছে আল আইন সমর্থকদের অন্যরকম আচরণের বিরক্তি। ১-০ গোলে পিছিয়ে থেকে আল নাসরের খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন, আল আইনের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয়।

এবার অবশ্য অশ্লীল কোনো অঙ্গভঙ্গি রোনালদো করেননি। তবে দুই দিকে মাথা নেড়ে অবিশ্বাসের ভঙ্গিতে হতাশা আর বিরক্তি প্রকাশ করেছেন পর্তুগাল দলের অধিনায়ক।