২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে দর্শক–বিশৃঙ্খলা, খেলা শুরু হতে দেরি

ফাইনাল দেখার জন্য মাঠের বাইরে দর্শকদের ভীড়এএফপি

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরু হতে তখন খুব একটা বাকি নেই, হঠাৎই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হয় বিশৃঙ্খলা। টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করছে অসংখ্য দর্শক। নিরাপত্তাকর্মীরা কিছুতেই যেন থামাতে পারছিলেন না তাদের।

বিশৃঙ্খলার মধ্যে টিকিটধারী অনেক দর্শক মাঠে ঢুকতে গিয়ে আহতও হয়েছেন। এমন অবস্থায় ফাইনাল শুরুর নির্ধারিত সময় আধা ঘণ্টা পিছিয়ে দেয় দক্ষিণ আমেরিকার ফুটবলের হর্তাকর্তা কনমেবল। খেলা মূলত শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬টায়।

টিকিট ছাড়াই মাঠে ঢুকে পড়ছে দর্শক
এএফপি

কিন্তু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়ও খেলা শুরু করতে পারেনি কনমেবল। তখনো স্টেডিয়ামের বাইরের বিশৃঙ্খলা কমেনি। ফলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে আরও। আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ২০ মিনিট।

আরও পড়ুন