২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘বিশ্বকাপে মেসির খেলা ভালো লাগেনি’

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের ক্রীড়াঙ্গনেও উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ–ভাবনা নিয়েই এ আয়োজন। আজ শুনুন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের কথা—

মোহাম্মদ আশরাফুলফাইল ছবি: প্রথম আলো

প্রশ্ন :

বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দলের সমর্থক?

মোহাম্মদ আশরাফুল: আর্জেন্টিনার।

প্রশ্ন :

খেলা নিশ্চয়ই দেখছেন...

আশরাফুল: হ্যাঁ, আর্জেন্টিনার তিনটা ম্যাচই দেখলাম। প্রথমটা তো বাজে খেলেছে। দ্বিতীয় ম্যাচে দুটি গোল খুব সুন্দর দিয়েছে। কিন্তু খেলা ভালো লাগেনি। গতকালও (পরশু) বাজে খেলা হয়েছে, একদম ভালো লাগেনি। অনেকটা সময় ধরে শুধু ডিফেন্সই করে গেল। কোনো আক্রমণ নেই। এই খেলা তো দেখে মজা নেই।

পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি
ছবি: রয়টার্স

প্রশ্ন :

আর্জেন্টিনা কত দূর যেতে পারে বলে মনে হচ্ছে?

আশরাফুল: বিশ্বকাপে আসার আগে এই দলটার রেকর্ড খুব ভালো ছিল, টানা ৩৬ ম্যাচে অপরাজিত। কিন্তু বিশ্বকাপে খেলা দেখে তার কিছুই বুঝতে পারছি না! আমি তো শুধু বিশ্বকাপেই খেলা দেখা মানুষ। আগে কী করেছে, সেটা দেখা হয় না। তিনটা ম্যাচ দেখে মনে হচ্ছে, কীভাবে ওরা ৩৬টা ম্যাচ টানা জিতেছে! এটাই অবাক লাগছে (হাসি)।

প্রশ্ন :

ছোটবেলা থেকেই কি আর্জেন্টিনার সমর্থক?

আশরাফুল: না, প্রথমে ইতালির খেলা খুব ভালো লাগত। প্রথম বিশ্বকাপ দেখেছিলাম মনে হয় ১৯৯০ সালে। ইতালির নীল জার্সি, তাদের ফুটবল খুব ভালো লাগত। পরে আর্জেন্টিনার খেলা ভালো লাগতে শুরু করে।

শেষ ষোলোয় উঠেছে মেসির আর্জেন্টিনা
ছবি: রয়টার্স

প্রশ্ন :

ছোটবেলায় পছন্দের ফুটবলার কে ছিলেন?

আশরাফুল: ছোটবেলায় বল নিয়ে ম্যারাডোনার লাফালাফি দেখতাম। এখনো ভিডিওতে দেখি। ব্রাজিলের রোনালদিনহো, কাফু; ফ্রান্সের জিনেদিন জিদান—এদের খেলা ভালো লাগত। আর্জেন্টিনার সমর্থক হলেও আমার আসলে যারা ভালো খেলে, তাদের খেলাই ভালো লাগে। যেহেতু বিশ্বকাপেই খেলা বেশি দেখা হয়, সেদিক থেকে মেসির খেলা আমার ভালো লাগে না। কারণ, বিশ্বকাপে ম্যারাডোনা, রোনালদিনহোরা যা করেছে, সে তুলনায় মেসির খেলায় এখনো মজাই পাইনি।

বিশ্বকাপে জিদানের খেলা ভালো লাগত আশরাফুলের
ফাইল ছবি

প্রশ্ন :

এবার আর্জেন্টিনার বাইরে কাদের খেলা ভালো লাগছে?

আশরাফুল: আর্জেন্টিনার খেলাই পুরোটা দেখা হয়েছে। বাকিদের কোনো ম্যাচ পুরোপুরি দেখা হয়নি। ব্রাজিলের খেলা দেখেছি কিছুটা। ভালোই মনে হয়েছে। ফ্রান্সও তা–ই। এই দুই দল যদি শেষ পর্যন্ত টিকে থাকে, তাহলে ভালো প্রতিযোগিতা হতে পারে।