পেলে–গারিঞ্চাদের দেশেই খেলবেন সুয়ারেজ

গ্রেমিওর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করছেন সুয়ারেজছবি: টুইটার

নতুন ক্লাবের খোঁজে ছিলেন লুইস সুয়ারেজ। গুঞ্জন ছিল, উরুগুয়ের কিংবদন্তি এই খেলোয়াড় পাড়ি জমাবেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাবটিতেই গেলেন সুয়ারেজ। ২০২৪ সালের শেষ পর্যন্ত ক্লাবটিতে খেলবেন সাবেক বার্সেলোনা তারকা।

অক্টোবরের শৈশবের ক্লাব ন্যাসিওনালকে বিদায় জানিয়ে দিয়েছিলেন উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার। ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে করেন ৮ গোল। ন্যাসিওনালের উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পথেও দারুণ অবদান রাখেন সাবেক এই বার্সেলোনা তারকা।

আরও পড়ুন

সুয়ারেজকে স্বাগত জানিয়ে গ্রেমিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘উরুগুয়ের ইতিহাসে সবচেয়ে বড় তারকাদের একজন লুইস সুয়ারেজ। তিনি এখানে আসছেন তার বিজয়ী পথচলাটাকে অব্যাহত রাখতে। সুয়ারেজ একজন শীর্ষ গোলদাতা, একাধিক শিরোপাজয়ী এবং লড়াকু একজন মানুষ। স্বাগত।’

গ্রেমিওর জার্সি হাতে সুয়ারেজ
ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সুয়ারেজ লিখেছেন, ‘যে ভালোবাসা আমি এখানে পেয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। শিগগিরই দেখা হবে।’
ব্রাজিলের ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে সুয়ারেজ সময় কাটিয়েছে আর্জেন্টিনার রোজারিওতে। যেখানে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা ও নিজের বন্ধু লিওনেল মেসির সঙ্গে বড়দিন উদ্‌যাপন করেছেন ৩৫ বছর বয়সী সুয়ারেজ।

আরও পড়ুন

মেসির বিশ্বকাপ জয়ে নিজের উচ্ছ্বাসে কথা জানালেও সুয়ারেজের বিশ্বকাপ অভিযান ভালো যায়নি। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাঁর দেশ উরুগুয়েকে। ঘানার বিপক্ষে জিতেও বাদ পড়ার মুহূর্তে অঝোরে কেঁদেছিলেন নিজের সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

ক্যারিয়ারে গোধূলিবেলায় এবার প্রতিবেশী দেশ ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে দারুণ কিছু করার চ্যালেঞ্জ এখন সুয়ারেজের সামনে। এর আগে আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদোর মতো শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন সুয়ারেজ।
গ্রেমিওতে সুয়ারেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে রিকোপা গাউচা সুপার কাপ দিয়ে। ১৭ জানুয়ারি উরুগুইয়ান তারকার প্রথম ম্যাচে গ্রেমিউর প্রতিপক্ষ সাও লুইজ।