চট্টগ্রামে ফুটবল উৎসব: ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল শুরু আজ

১২ নভেম্বর ঢাকায় হয়েছে টুর্নামেন্টের ড্রপ্রথম আলো

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আবার শুরু হচ্ছে ফুটবল-উৎসব। সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজ সোমবার সকালে এখানে পর্দা উঠছে ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর ২০২৪ আসরের। সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে নামবেন ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।  

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামে। এ জন্য এম এ আজিজ স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ঘাস কেটে প্রস্তুত করা হয়েছে মাঠও। ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায়, আগামী ৯ ডিসেম্বর।  

আজ চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের ফুটবল অঙ্গনের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের। শুধু সাবেকরা নন, থাকছেন সাফজয়ী নারী ফুটবল দলের বর্তমান তারকারাও। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা ও কৃষ্ণা রানী সরকার আলো ছড়াবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

এমএ আজিজ স্টেডিয়ামে হবে চট্টগ্রাম পর্বের খেলা
ফাইল ছবি

এ ছাড়া ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক আলি ইস্পাহানি ও বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।  

আরও পড়ুন

প্রথম দিনে হবে চারটি ম্যাচ। সকাল ৮টা থেকে শুরু হবে খেলা। আগামীকাল সোমবার চট্টগ্রাম পর্বের সমাপ্তি হবে। এরপর ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।

আজকের খেলা


গত বছর ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দল অংশ নিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে গত বছর ছিল ৮টি দল, এবার ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে অংশ নিচ্ছে।