আর্সেনালের দুঃসময়, ডি ব্রুইনার ফেরা

আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েজের এই হতাশা এফএ কাপ থেকে ছিটকে যাওয়ারএএফপি

নতুন বছরের প্রথম সপ্তাহে ইউরোপের বেশির ভাগ দেশের ফুটবলে ছিল ‘কাপ প্রতিযোগিতা’র ম্যাচ। ইংল্যান্ডে এফএ কাপ, স্পেনে কোপা দেল রে আর ফ্রান্সে হয়েছে ফ্রেঞ্চ কাপ। ইতালিতে অবশ্য লিগের খেলাই চলেছে। আর বুন্দেসলিগার দলগুলো এখনো বিরতিতে আছে। মাঠে ফিরবে আগামী সপ্তাহে।

গত এক সপ্তাহের খেলায় সবচেয়ে বড় ঘটনা এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে আর্সেনালের ছিটকে যাওয়া। গত রাতে লিভারপুলের কাছে ২–০ ব্যবধানে হেরেছে মিকেল আরতেতার দল। তবে ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, টটেনহামের মতো সব কটি বড় ক্লাবই তৃতীয় রাউন্ড জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেছে। স্পেনেও কোনো অঘটন ঘটেনি। কোপা দেল রের শেষ ৩২–এর ম্যাচ জিতে পরের ধাপে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

ফ্রেঞ্চ কাপে পিএসজি ও লিল শেষ ৩২–এ উঠেছে যথাক্রমে ৯–০১২–০ গোলে জিতে। আর ইতালির লিগে প্রত্যাশিতভাবে জয় পেয়েছে ইন্টার মিলান, জুভেন্টাস ও এসি মিলান। অর্থাৎ পয়েন্ট তালিকার শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। যদিও তোরিনোর কাছে ৩–০ ব্যবধানে হেরে নাপোলি আরও নিচে নেমে গেছে। সিরি আর বর্তমান চ্যাম্পিয়নরা আছে ৯ নম্বরে।

সিরি আ পয়েন্ট তালিকা
১/৭
এফএ কাপের তৃতীয় রাউন্ডে হারটি ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে আর্সেনালের চতুর্থ। এই সাত ম্যাচে আরতেতার দল জিতেছে মাত্র এক ম্যাচ (ব্রাইটনের বিপক্ষে ২–০)।
আরও পড়ুন
৭৫
এমিরেটসে লিভারপুলের কাছে ২–০ ব্যবধানে হেরেছে আর্সেনাল। ৭৫ বছর পর ঘরের মাঠে হার দিয়ে এফএ কাপ শুরু করেছে গানাররা। সর্বশেষ এমনটি ঘটেছিল ১৯৪৮ সালে।
২২অ্যাঞ্জ পোস্তেকগলুর অধীন টটেনহাম চলতি মৌসুমে ২২ ম্যাচ খেলে সব কটিতে গোল করেছে। প্রিমিয়ার লিগের দলগুলোয় কোচ হিসেবে এর চেয়ে ভালো শুরু ছিল শুধু চেলসিতে কার্লো আনচেলত্তির (প্রথম ২৮ ম্যাচে গোল)।
৪২
রোববার এফএ কাপের ম্যাচে হাডার্সফিল্ডকে ৫–০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২তম বার ৫ বা এর বেশি গোলে জিতল সিটি। একই সময়ে ৫ বা তার বেশি গোলে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জিতেছে লিভারপুল, যদিও সিটির অর্ধেকেরও কম (১৯টি)।
৩০প্রায় পাঁচ মাস পর সিটির হয়ে মাঠে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা। আর ফিরেই হাডার্সফিল্ডের বিপক্ষে একটি গোলে সহায়তা করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বশেষ মৌসুম থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০টি অ্যাসিস্ট ডি ব্রুইনার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি লিভারপুলের মোহাম্মদ সালাহর।
বর্তমান বার্সেলোনা স্কোয়াডের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন প্রতিযোগিতায় গোল করেছেন ফারমিন লোপেজ। কোপা দেল রেতে বারবাস্ত্রোর বিপক্ষে ম্যাচের আগে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে গোল করেছিলেন তিনি।