চাবুক দিয়ে ফুটবলারকে আক্রমণের পর দর্শকের জন্য কঠোর আইন করতে যাচ্ছে সৌদি আরব

আল ইত্তিহাদের সতীর্থদের সঙ্গে মরোক্কান ফুটবলার আবদেররাজাক হামদাল্লাহ (৯৯ নং জার্সি)এএফপি

ফুটবলারকে ‘চাবুকপেটা’ করছেন এক দর্শক! অভাবনীয় এমন দৃশ্যই দেখা গিয়েছিল গত বৃহস্পতিবার সৌদি সুপার কাপের ফাইনালে। ন্যক্কারজনক ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। সৌদি ফুটবল ফেডারেশন গতকাল জানিয়েছে ‘দর্শক আচরণবিধি’ পর্যালোচনা করে সেটিতে পরিবর্তন আনতে যাচ্ছে তারা।

আবুধাবিতে অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। সেই ম্যাচে আল ইত্তিহাদের মরোক্কান খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহর সঙ্গে তর্কাতর্কি বেধেছিল মাঠের কাছাকাছি গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে। তর্কাতর্কির এক পর্যায়ে সেই ব্যক্তির দিকে পানি ছুড়ে মারেন হামদাল্লাহ। এরপরই সেই ব্যক্তি চাবুক দিয়ে হামদাল্লাহর শরীরে আঘাত করেন। এরপর অন্য দর্শক ও খেলোয়াড়েরা এসে দুজনকে দূরে সরিয়ে নেন। ম্যাচে ইত্তিহাদের একমাত্র গোলটি করেছিলেন হামদাল্লাহই।

গতকাল সৌদি ফুটবল ফেডারেশন ও দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ বিবৃতি দিয়েছে এই বিষয়ে, ‘আল ইত্তিহাদ ক্লাবের এক খেলোয়াড়কে এক দর্শক শারীরিকভাবে আঘাত করছেন, এমন দৃশ্য দেখে আমরা স্তম্ভিত।’

কাতার বিশ্বকাপে খেলেছেন আবদেররাজাক হামদাল্লাহ (ডানে)
এএফপি

সেই বিবৃতিতে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে, ‘এএফসি ও ফিফার অন্য সব সদস্যের মতো সৌদি অ্যারাবিয়া ফুটবল ফেডারেশনও যাঁরা ফুটবল দেখতে আসেন ও খেলেন তাঁদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়। সৌদি আরবে ফুটবল পারিবারিক খেলা, এখানে বিশৃঙ্খলার ঘটনা নেই বললেই চলে। “তথাকথিত” সেই দর্শকের আচরণ সৌদি ফুটবলের ছবি হতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

এরপর সেই বিবৃতিতে আচরণবিধি পর্যালোচনা করে পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়, ‘দর্শক আচরণবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর এমন ঘটনা যেন আর না ঘটে, সেটি নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি দেওয়ার বিধান যোগ করা হবে।’

আরও পড়ুন

এ বিষয়ে খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণাও দেওয়া হয়েছে, ‘এই ঘটনা যদিও সৌদি আরবের বাইরে ঘটেছে, তবু সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন ও সৌদি আরবের ফুটবল খেলোয়াড়দের সংস্থা স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে। আমরা চাই খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।’

ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও করিম বেনজেমার মতো তারকাদের নিয়ে এসে সৌদি ফুটবলকে তারার হাট বানানো দেশটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী সৌদি আরবই।

আরও পড়ুন