ভারতের বেঙ্গালুরুতে কান্তিরাভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ কুয়েত। পশ্চিম এশিয়ার এই দেশটির বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা কাপে কুয়েতের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ মুখোমুখি হয়েছে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে। সে ম্যাচে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তবে এবারের বাংলাদেশ ভালো খেলার প্রেরণায় উজ্জীবিত। এবার সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের কাছে প্রথম ম্যাচ হারলেও মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ জিতে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে হাভিয়ের কাবরেরার দল। মোরছালিন-রাকিবরা গোল করার পাশাপাশি দ্যুতি ছড়িয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে কুয়েত ১৪১তম, আর বাংলাদেশ ১৯২তম। কুয়েত অপেক্ষাকৃত শক্তিশালী দল সন্দেহ নেই, তবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছেন, ফাইনালে উঠতে জানপ্রাণ দিয়ে লড়বে বাংলাদেশ।
পাঠক, বাংলাদেশ কি পারবে কুয়েতকে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে উঠতে? ভোটে আপনার মতামত দিন।