আলভারেজের বিদায় কি বিপাকে ফেলবে গার্দিওলাকে

হুলিয়ান আলভারেজ যখন পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলতেনএএফপি

দুই বছর প্রতিনিধিত্ব করার পর অবশেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে গেছেন হুলিয়ান আলভারেজ। সন্তোষজনক ম্যাচ টাইম না পাওয়া এবং আর্লিং হলান্ডের ছায়ায় খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়াকেই তাঁর সিটি ছাড়ার অন্যতম কারণ ভাবা হচ্ছে।

দলবদলে আতলেতিকো মাদ্রিদেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলভারেজ। সাদা চোখে আলভারেজের সিটি ছাড়ার ঘটনা সাধারণ দলবদল মনে হলেও এর প্রভাব ইংলিশ ক্লাবটির জন্য সুদূরপ্রসারী।

আলভারেজ সিটি ছাড়ায় দলের ফ্রন্টলাইন নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে গার্দিওলাকে। বিশেষ করে আর্লিং হলান্ড ছাড়া ফরোয়ার্ড লাইনে গোল করার আর কোনো সহজাত খেলোয়াড় নেই।

হুলিয়ান আলভারেজকে আজ নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ
রয়টার্স

ফিল ফোডেন, জেরেমি ডকু কিংবা নতুন আসা সাভিওদের কেউই গোল করার সহজাত খেলোয়াড় নন। দলের প্রয়োজনে গোল করার কাজে এগিয়ে এলেও তাঁরা মূলত ভিন্ন পজিশনের খেলোয়াড়। এ কারণেই মূলত বেঞ্চে থেকেও আলভারেজ সিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এমনকি হলান্ড যখন চোটে পড়েছিলেন, তখনো নিজের দায়িত্বটা ভালোভাবেই পালনের চেষ্টা করেছিলেন আলভারেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, সিটি এ মুহূর্তে আলভারেজের বিকল্প খেলোয়াড়ের সন্ধান করছে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে আর্জেন্টাইন তারকার বিকল্প পাওয়া সিটির জন্য একটু কঠিনই মনে হচ্ছে।

এর মধ্যে পেদ্রি, আলেক্সান্দার আইজ্যাক, লুইস ওপেন্দাসহ কিছু নাম সামনেও এসেছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকে পাওয়া যাবে কি না এবং তাঁরা সিটির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আরও পড়ুন

দলে থাকা খেলোয়াড়দের মধ্যে অস্কার ববকেই অনেকে আলভারেজের বিকল্প হিসেবে দেখছিলেন। কিন্তু সেখানেও এসেছে বড় ধাক্কা। চোটে পড়ে ববের চার মাসের জন্য ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন গার্দিওলা নিজেই। এ দুর্ঘটনা গার্দিওলার জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আর্লিং হলান্ড চোটে পড়লে দলে সহজাত স্ট্রাইকারের অভাব অনুভব করবেন পেপ গার্দিওলা
রয়টার্স

সব মিলিয়ে আলভারেজকে ধরে রাখতে না পারা মৌসুমজুড়ে সিটিকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে হলান্ড যদি চোটে পড়েন কিংবা ছন্দহীনতায় ভোগেন, তাহলে তাঁর বিকল্প পাওয়া কঠিন এক চ্যালেঞ্জই হবে এই স্প্যানিশ কোচের জন্য।

সিটি সমর্থকদের চোখ এখন তাই দলবদলের দিকে। আগামী কয়েক দিনে গার্দিওলা কোনো সুসংবাদ দিতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় আছেন তাঁরা।