২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বার্সায় আর্জেন্টাইন এই তরুণের রিলিজ ক্লজ ৪ হাজার ৬১৯ কোটি টাকা

লুকাস রোমানছবি: টুইটার

বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে পরশু রাতে ঘোষণাটা দেওয়া হয়েছে এভাবে—‘লুকাস রোমানের দলবদলের জন্য একমত হয়েছে বার্সেলোনা ও ক্লাব ফেরো কারিল ওয়েস্তে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে সই করেছেন তিনি। তাঁর রিলিজ ক্লজ ৪০ কোটি ইউরো।’

ভাবতে পারেন, এই লুকাস রোমানটা আবার কে, যাঁর জন্য বার্সা রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে ৪০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকা)! আর্জেন্টিনার ফুটবলে দ্বিতীয় বিভাগের দল ফেরো কারিল ওয়েস্তে থেকে রোমানকে কিনেছে বার্সা। সেটিও আবার মূল দলের জন্য নয়। আপাতত বার্সার ‘বি’ দলে কোচ রাফায়েল মার্কেজের অধীন খেলবেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, বার্সায় চুক্তি সইয়ের পর রোমান জানিয়েছেন, ‘আক্রমণভাগে যেকোনো পজিশনে খেলতে পারেন।’ উইঙ্গার হিসেবে খেলতেও অসুবিধা নেই। লিওনেল মেসির মতোই বাঁ পায়ের ফুটবলার। উইঙ্গার হিসেবে ডান প্রান্ত দিয়ে কাট ইন করে ঢুকে বাঁ পায়ে শট নিতে দক্ষ।

আরও পড়ুন

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে কোচ হাভিয়ের মাচেরানোর অধীন বেড়ে উঠেছেন রোমান। সংবাদমাধ্যম জানিয়েছে, ১২ লাখ ইউরোয় রোমানকে নিজেদের শিবিরে টেনেছে বার্সা। তবে টাকার অঙ্কটা নিশ্চিত নয়।

বার্সার ওয়েবসাইটে এ নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, রোমানের ভবিষ্যৎ আনুষঙ্গিক বিষয়াদির জন্য আরও ৩৮ লাখ ইউরো দেবে বার্সা। টাকার মোট অঙ্কের ৬৫ শতাংশ পাবে ক্লাব। বাকি ৩৫ শতাংশ বণ্টন করা হবে খেলোয়াড়, তাঁর পরিবার ও এজেন্টের মধ্যে। বার্সায় সই করার পর রোমান বলেছেন, ‘আমাকে উইঙ্গার কিংবা ফরোয়ার্ডও বলতে পারেন। আক্রমণভাগে যেকোনো পজিশনে খেলতে পারি। ওয়ান অন ওয়ান কিংবা দলের হয়েও খেলতে পারি।’

আরও পড়ুন

ফেরো কারিল ওয়েস্তের বয়সভিত্তিক দলে বেড়ে উঠেছেন রোমান। আর্জেন্টাইন ফুটবলে তাঁকে ‘এল পোচো’ নামে ডাকা হয়। ৭ বছর বয়সে যোগ দেন ফেরো কারিল ওয়েস্তে ক্লাবে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের সহকারী কোচ অস্কার হার্নান্দেজ রোমানকে নিয়ে বলেছেন, ‘সে চিত্তাকর্ষক সাইনিং। উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দ্রুতগামী। বক্সের বাইরে থেকে শট নিতে দক্ষ। বার্সেলোনা বি দলে সে দারুণ অবদান রাখতে পারবে।’

রোমানের রিলিজ ক্লজের অঙ্কই বলছে, তাঁকে শুধু ‘বি’ দল নয়, ভবিষ্যতে মূল দলের জন্য ভেবে রেখেছে বার্সা। আনসু ফাতি, গাভি, পেদ্রিদের প্রজন্মের সঙ্গে একসময় যোগ দেবেন রোমানও।

আরও পড়ুন