এবার সিটির কাছে চেলসির ৪–০ গোলের হার
আর্লিং হলান্ড নেই, নেই কেভিন ডি ব্রুইনাও। দলের সেরা দুই তারকাকে ছাড়াই ঘরের মাঠে এফএ কাপের ম্যাচে চেলসিকে হেসেখেলে হারাল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজের গোলে চেলসিকে তারা হারিয়েছে ৪-০ গোলে। ফলে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে চেলসি।
এই নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দুইবার সিটির কাছে হারতে হলো গ্রাহাম পটারের দলকে। এই ম্যাচের জোড়া গোল করার আগে প্রিমিয়ার লিগের সেই ম্যাচেও গোল করছিলেন মাহরেজ।
ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল ম্যান সিটির নিয়ন্ত্রণে। পেপ গার্দিওলার দল যেখানে অন টার্গেট শট নিয়েছে ৬ টি, সেখানে চেলসি সিটির গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি। সিটির প্রথম গোলটা আছে মাহরেজের পা থেকে। ম্যাচের ২৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন মাহরেজ। চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার চেলসির বিপক্ষে গোল পেলেন এই উইঙ্গার।
এর পরের গোলটা আসে বিশ্বকাপ জয়ী আলভারেজের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন এই আর্জেন্টাইন। আজকের ম্যাচসহ এখন পর্যন্ত সিটির হয়ে ১০ ম্যাচের শুরুর একাদশে ছিলেন আলভারেজ। এই ১০ ম্যাচে আলভারেজের গোল ৯টি, করিয়েছেন ২ টি। প্রথমার্ধের শেষ গোলটি করেন ফিল ফোডেন। এফএকাপে খেলা নিজের সর্বশেষ পাঁচ ম্যাচে গোল পেয়েছেন ফোডেন।
গ্রাহাম পটার দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে দুইবার ৩-০ কিংবা এর চেয়ে বেশি গোলে পিছিয়ে পড়ে চেলসি। ১৮ ম্যাচের মধ্যেই এমন অভিজ্ঞতা দুইবার হয়েছে এই কোচের। তিন গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা চেলসি খুব বেশি সুবিধা করতে পারেনি। বিরতি থেকে ফিরে শুধু একবারই ম্যানসিটি গোলরক্ষকের পরীক্ষা নিতে পেরেছিল চেলসি।উল্টো ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন ব্যবধান বাড়ান মাহরেজ।