ব্যালন ডি’অর জয়ে ভিনিসিয়ুসের পক্ষে বাড়ছে জনমত, পক্ষে দাঁড়ালেন আনচেলত্তিও

রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রএক্স

ব্যালন ডি’অর জয় নিয়ে জল্পনা–কল্পনার অনেকটাই দূর করে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই ট্রফিটি তুলে দিয়েছে তারা। কদিন আগে ভিনির ব্যালন ডি’অর প্রাপ্তি নিশ্চিত জানিয়ে তারা লিখেছিল, ‘প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসিয়ুস’।

মার্কা ভিনিসিয়ুসের হাতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি তুলে দিলেও এখনো কিন্তু কিছুই নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত সব খবরই আপাতত গুঞ্জন। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে পুরস্কার ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, ভিনির পক্ষে জনমত ততই বাড়ছে। সে ধারাবাহিকতায় এবার ভিনিসনিয়ুসের হাতে ব্যালন ডি’অর তুলে দিতে বললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। গত মৌসুমের রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিয়ুস যা করেছে, এই পু্রস্কার ভিনিরই প্রাপ্য বলে মন্তব্য করেছেন তিনি।

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর প্রাপ্তি নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘নিঃসন্দেহে ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের প্রাপ্য। চ্যাম্পিয়নস লিগে সে যা করে দেখিয়েছে এবং আমাদের জেতার জন্য যেভাবে সে সাহায্য করেছে, সে জন্য এটা তার প্রাপ্য। আমার মনে হয় এই পুরস্কারটি তারই পাওয়া উচিত।’

আরও পড়ুন

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতার দাবিদার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়ুসের অবদান নিয়ে আনচেলত্তি আরও বলেছেন, ‘গত মৌসুমে সে যা করেছে, যে কার্যকারিতা সে দেখিয়েছে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে, সেটা দারুণ ছিল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনালে গোলও করেছে সে।’

আগামী ২৮ অক্টোবর এভাবেই দেখা যেতে পারে ভিনিসিয়ুস জুনিয়রকে
প্রতীকী ছবি/এক্স

গত মৌসুমে সেরা পারফরমারদের মধ্যে ভিনির সঙ্গে ব্যালন ডি’অর জেতার দৌড়ে আছেন সতীর্থ জুড বেলিংহাম এবং স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে এই দুজনের চেয়ে আলোচনায় অনেকটাই এগিয়ে গেছেন ভিনি। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে তাঁর পক্ষে। ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে গত বছরের ১ আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়কাল।

এ সময়ে রিয়ালের হয়ে লা লিগা, সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ভিনি। ক্লাবের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পাশাপাশি ১১টিতে সহায়তাও করেছেন তিনি। তবে পরিসংখ্যানের সঙ্গে ম্যাচে প্রভাব বিবেচনা করলেও ভিনি বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন।

আরও পড়ুন

এর আগে ভিনির হাতে ব্যালন ডি’অর তুলে দিতে বলেছিলেন নেইমারও। ব্রাজিলিয়ান তারকা বলেছিলেন, ‘ভিনিকে ব্যালন ডি’অর দিয়ে দাও। এটা তার প্রাপ্য। কারণ, সে একজন লড়াকু মানুষ। জীবনে সে অনেককিছু সহ্য করেছে। তবে শেষ পর্যন্ত সে প্রত্যাশা এবং সমালোচনার বাধাকে টপকে গেছে।’