২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পরিবার নিয়ে মেসি–সুয়ারেজের অবকাশ যাপন

মাঠের বাইরেও মেসি–সুয়ারেজ অন্তরঙ্গ বন্ধুএক্স

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্পটা পুরোনো। সেই বার্সেলোনায় খেলার সময় থেকেই বন্ধুত্বের অবিচ্ছেদ্য এক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এরপর ক্লাব বদলে দুজন আলাদা ঠিকানা খুঁজে নিলেও ফাটল ধরেনি দুজনের বন্ধুত্বে। সময়ের পরিক্রমায় এ বছর ইন্টার মায়ামিতে আবার জুটি বেঁধেছেন মেসি-সুয়ারেজ। ফলে দুই বন্ধু আবার একসঙ্গে খেলার ও উদ্‌যাপনের সুযোগ পাচ্ছেন।

বার্সায় খেলার সময় অবকাশ কাটাতে একসঙ্গে ঘুরতে যেতে দেখা যেত মেসি-সুয়ারেজকে। এমনকি দুজন আলাদা হওয়ার পরও বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে যেতে দেখা গেছে তাঁদের। সেসব ভ্রমণে অনেক সময় দুজনের পরিবারের সদস্যরাও সঙ্গী হয়েছেন। পরিবার নিয়ে এবারও একসঙ্গে ছুটি কাটাতে গেছেন মেসি-সুয়ারেজ।

আরও পড়ুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবকাশের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সুয়ারেজ। যেখানে তাঁর নিজের পরিবারের সদস্যদের পাশাপাশি মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকেও দেখা যায়। একটি বিলাসবহুল প্রমোদতরিতে ছুটি উদ্‌যাপনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে সুয়ারেজ লিখেছেন, ‘পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ মুহূর্ত উপভোগ করছি।’ অবশ্য ঠিক কোন সময়ে তাঁরা একসঙ্গে ছুটিতে গিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

ইনস্টাগ্রামের এই অ্যালবামটিতে একসঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন সুয়ারেজ। প্রথমটিতে স্ত্রী সোফিয়া বালবি ও সন্তানদের সঙ্গে দেখা যায় উরুগুয়ের এই স্ট্রাইকারকে। পরেরটিতে সুয়ারেজ ও বালবির সঙ্গে ছিলেন মেসি ও রোকুজ্জোও। আর শেষটিতে ছিলেন তিনি ও তাঁর স্ত্রী বালবি।

সুয়ারেজ খেলার মধ্যে থাকলেও মেসি চোট নিয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন। চোট কাটিয়ে মেসি কবে ফিরবেন, তা–ও এখনো নিশ্চিত নয়। মেসিকে ছাড়া এরই মধ্যে লিগস কাপ থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি। ২৫ আগস্ট ভোরে এমএলএসের ম্যাচে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচে মেসির ফেরা নিয়ে ইতিবাচক কোনো বার্তা পাওয়া যায়নি।

আরও পড়ুন

এদিকে চোট থেকে মেসির পুরোপুরি সেরে না ওঠার বিষয়টি মাথায় রেখে তাঁকে আর্জেন্টিনা দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ (চিলি ও কলম্বিয়ার বিপক্ষে) খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে মেসির মাঠে ফিরতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।