২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পগবা এ মৌসুমে খেলেছেন ১৭২ মিনিট, প্রতি মিনিটে বেতন ৮১ লাখ টাকা

জুভেন্টাস তারকা পল পগবারয়টার্স

পল পগবার ক্যারিয়ারটাই কি তবে শেষই হয়ে যাচ্ছে? গত প্রায় এক বছরের বেশি সময় ধরে পগবার ক্যারিয়ারের গতিপথ বিশ্লেষণ করলে যে চিত্র ধরা পড়বে, তা কিন্তু এমন হতাশার বার্তাই দেবে। দীর্ঘমেয়াদি চোট পগবাকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছে।

গত পরশু চলতি বছরে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন এ ফরাসি মিডফিল্ডার। কিন্তু ২৪ মিনিট না যেতেই খেল দেখাল ভাগ্য। ফের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান পগবা। এখন এসে পগবা ও চোট যেন সমর্থকই হয়ে গেছে। যখনই ভাবা হচ্ছে পগবা দারুণভাবে ফিরে আসবেন, তখনই তাঁর ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিতে এগিয়ে আসছে ‘অপয়া’ চোট।

আরও পড়ুন

চলতি মৌসুমে সব মিলিয়ে মাত্র ১০ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন পগবা। সময়ের হিসাবে পগবা মাঠে ছিলেন ১৭২ মিনিট, যা তাঁর তিন বছরের জন্য ১ কোটি ইউরোর বেতনের অনুপাতে হিসাব করলে দাঁড়ায় মিনিটপ্রতি ৭০ হাজার ইউরো। এখন পর্যন্ত পগবার জুভেন্টাস ছাড়ার কোনো আলোচনা সমানে না এলেও, তুরিনের ক্লাবটি নিশ্চিতভাবেই এ বিষয়ে দ্বিতীয়বার ভাববে।

চোট পেয়ে আবারও মাঠের বাইরে পগবা
রয়টার্স

এমনিতেই মাঠে ও মাঠের বাইরে ভুলে যাওয়ার মতো এক সময় পার করছে জুভেন্টাস। এই মুহূর্তে পগবার মতো কাউকে মাসের পর মাসে না খেলিয়ে বেতন দিয়ে যেতে চাইবে কি না, সে প্রশ্ন থেকেই যায়।

এর আগে গত বছরের ১১ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে আসেন পগবা। এরপর ২৬ জুলাই জানা যায়, চোটে পড়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি মিডফিল্ডার। সেই একই চোটে পগবাকে যেতে হয় চিকিৎসকের ছুরির নিচে, যা তাঁকে বিশ্বকাপ পর্যন্ত মাঠের বাইরে থাকতে বাধ্য করে।

আরও পড়ুন

জুভদের হয়ে অভিষেকের জন্য পগবাকে অপেক্ষা করতে হয় ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত। এর মধ্যে শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তাঁকে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়। এরপর অবশ্য মনে হচ্ছিল দুঃসময় পেছনে ফেলে আবার ফিরতে যাচ্ছেন পগবা।

সর্বশেষ ক্রিমোনেসের বিপক্ষে প্রথমবারের মতো মূল একাদশে জায়গাও পেয়েছিলেন। কিন্তু সুখ যেন পগবার কপালে সইল না। আবার পেশির চোট তাঁকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। পরবর্তী সময়ে পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, পগবার মৌসুমটায় শেষ হয়ে গেল, যা পগবার ভবিষ্যৎকেও  নিশ্চিতভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।