প্রতিপক্ষ মিয়ানমার। তাই অন্তত ১ পয়েন্টের আশায় নেমেছিল বাংলাদেশ। প্রথমার্ধটা ভালোই কেটেছে। এই অর্ধে গোল করতে পারেনি মিয়ানমার। কিন্তু বিরতির পর স্কোরলাইন গেছে বদলে। হাংজুতে সিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সের মাঠে গোল করে এগিয়ে যায় মিয়ানমার। ৬৭ মিনিটে আত্নঘাতী গোল করেন বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলের মুরাদ। সেই গোল ধরে রেখেই মিয়ানমার মাঠ ছেড়েছে।ফলে হার দিয়েই হাংজু এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে মিয়ানমার। তবে যেহেতু এটি দুই দেশের অলিম্পিক দলের খেলা তাই অন্তত ড্র করতে চেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটা হলো না।
এশিয়াড ফুটবলে বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ ম্যাচ ভারতের সঙ্গে ২১ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক চীন। বাংলাদেশের গ্রুপে চীনই সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল (৮০। এরপর ভারত (৯৯), মিয়ানমার (১৬০) ও বাংলাদেশ (১৮৯)।