ম্যাচ শেষে উলভসের সমালোচনা করে ট্রলের শিকার ক্লপ
লিভারপুলে নিজের সবচেয়ে বাজে সময় পার করছেন ইয়ুর্গেন ক্লপ। একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়েছে ‘অল রেড’রা। প্রিমিয়ার লিগের পয়েন্টতালিকায় দলটির অবস্থান ১০ নম্বরে। দলের এমন বেহাল যেন ক্লপপূর্ববর্তী অবস্থাকেই মনে করিয়ে দিচ্ছে। যখন হার ও ব্যর্থতা ছিল দলটির নিত্যসঙ্গী। প্রিমিয়ার লিগে সর্বশেষ শনিবার রাতে উলভসের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল।
হারের পর ক্লপ অবশ্য বলেছেন, লিভারপুলের দুরবস্থা দূর করার ব্যাপারে তিনি এখনো আত্মবিশ্বাসী। পাশাপাশি প্রতিপক্ষ উলভসের খেলার ধরন নিয়েও সমালোচনা করেছেন লিভারপুল কোচ। বলেছেন, উলভসের শেষ গোলটিকে গোনায়ই ধরছেন না। তবে ক্লপের সমালোচনার জবাবটা হাস্যরসের মাধ্যমেই দিয়েছে উলভস।
উলভসের মাঠে এদিন মাত্র ১২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। এরপর বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। উল্টো রুবেন নেভেসের গোলে ম্যাচের ৭১ মিনিটে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে অ্যানফিল্ডের দলটি।
ম্যাচ শেষে উলভসের খেলার ধরন নিয়ে সমালোচনা করে ক্লপ বলেছেন, ‘তৃতীয় গোলটি আমি হিসাবে ধরছি না। দ্বিতীয়ার্ধে ওই গোলটি করার সময়ই প্রথমবার নিজেদের অর্ধ পেরোতে পেরেছিল।’
এমন উল্টাপাল্টা মন্তব্যে করে ট্রলের শিকার হয়েছেন ক্লপ। নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে উলভস। যেখানে দেখানো হয় ম্যাচ শেষে ২-০ গোলে জিতেছে উলভস। আর তৃতীয় গোলদাতা নেভেস হতাশায় মাথায় হাত দিচ্ছেন।
অর্থাৎ ক্লপের কথা ধরে যদি এক গোল বাদ দেওয়া হয়, তবু ম্যাচটি ২-০ গোলে জিতত উলভস!এদিকে ম্যাচের পর দল হারলেও তিনিই এখনো লিভারপুলের জন্য যোগ্য কোচ বলে মন্তব্য করেছেন ক্লপ।
সংবাদ সম্মেলনে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কি না জানতে চাইলে ক্লপ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ দলের বিপর্যয় কাটানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্লপ। তিনি আরও বলেছেন, ‘কীভাবে আমি উদ্বিগ্ন না হয়ে থাকতে পারি? আমি এখানে বসে বলতে পারি না যে সব ঠিকঠাক আছে এবং আমরা ভালো করছি।’