গোল করলে দল হারে না, এমন সৌভাগ্যবান কারা

জেসুস গোল করলে হারে না তাঁর দলএএফপি

প্রিমিয়ার লিগে পরশু রাতে ১৩ মিনিটে গোল খেয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে আর্সেনাল। এরপর ২৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে সমতা ফেরায় গানাররা। এই গোলের পরই হয়তো হাঁপ ছেড়ে বেঁচেছিল দলটি। আর যা–ই হোক, ম্যাচটা তো অন্তত আর হারতে হচ্ছে না! কিন্তু ম্যাচের ২৯ মিনিটে কীভাবে নিজেদের না হারার ব্যাপারে এতটা নিশ্চিত হতে পেরেছিল আর্সেনাল? কারণ একটাই, গোলটা করেছেন জেসুস।

আর জেসুস যেদিন গোল করেন, সেদিন তাঁর দল হারে না। আগের ৬১ ম্যাচের মতো পরশু রাতেও পুনরাবৃত্তি  ঘটেছে একই ঘটনার। জেসুসের গোলের পর আর্সেনাল মাঠ ছাড়ে ৩–১ গোলের জয় নিয়ে। অর্থাৎ ৬২ ম্যাচ ধরে রেকর্ডটা অক্ষুণ্ন রাখতে পেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজের গোলের পর দলের না হারার দিক থেকে প্রিমিয়ার লিগে এখন সবার ওপরেই আছেন এই ব্রাজিলিয়ান।  

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬২ ম্যাচে ৭৬ গোল করেছেন জেসুস। এই গোলগুলো জেসুস করেছেন আলাদা দুটি দলের হয়ে। ম্যানচেস্টার সিটির হয়ে ৫৮ ও আর্সেনালের হয়ে ১৮টি। আর এই গোলগুলো জেসুস যে ম্যাচগুলোয় করেছেন, সেগুলোয় তাঁর দলের না হারার কথা তো আগেই বলা হয়েছে। তবে সব ম্যাচে জয় ছিল না। ৫৭ জয়ের বিপরীতে ৫ ড্রও আছে।

আরও পড়ুন

মোটের ওপর জেসুসের গোলের পর তাঁর দলের জয়ের হার ৯১ শতাংশ। ২০–এর বেশি গোল করাদের মধ্যে শতাংশের হিসাবে দলকে ম্যাচ জেতানোয় জেসুসের ওপরে আছেন দুজন—স্পেনের পেদ্রো (৯৬.৩ শতাংশ) ও ইকুয়েডরের আন্তোনিও ভ্যালেন্সিয়া (৯৫.৭ শতাংশ)। এমন পরিস্থিতিতে আর্সেনাল নিশ্চয় চাইবে যত বেশি সম্ভব ম্যাচে জেসুস গোল করুক। তাতে দলের না হারা নিশ্চিত হওয়ার পাশাপাশি জয়ের সম্ভাবনাও বাড়বে।

দিয়েগো জোতা গোল করলে হারে না লিভারপুল
এএফপি

গোল করে দলকে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকতে সাহায্য করার তালিকায় জেসুসের পরেই অবস্থান জেমস মিলনারের। প্রিমিয়ার লিগে ৫৪ ম্যাচে গোল করে দলকে অপরাজিত থাকতে সাহায্য করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। তাঁর গোল করা ম্যাচগুলোর ৪৩টিতে জিতেছে দল, ড্র হয়েছে অন্য ১১ ম্যাচ। বয়স (৩৮ বছর) ও ছন্দ কোনোটাই এখন আর পক্ষে না থাকায় মিলনারের পক্ষে জেসুসকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন

তবে দিয়োগো জোতার বিষয়টা ভিন্ন। লিভারপুল ফরোয়ার্ডের দারুণ সুযোগ আছে জেসুসকে ছাড়ানোর। এখন পর্যন্ত উলভস আর লিভারপুলের হয়ে ৫০ ম্যাচে গোল করেছেন জোতা, এর কোনোটিতেই তাঁর দল হারেনি।
শীর্ষে থাকা এই তিন খেলোয়াড়ের প্রত্যেকেই বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন। ফলে তিনজনের সুযোগ আছে রেকর্ড বাড়িয়ে নেওয়ার। পাশাপাশি রেকর্ড হাতছাড়া করার শঙ্কাও আছে তাঁদের।

তবে সেই ভয় নেই লেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড দারিউস ভাসেলের। যাঁর গোল করা ৪৬ ম্যাচের কোনোটিতেই হারেনি দল এবং হারার আর কোনো সম্ভাবনাও নেই। কারণ, আগেই অবসরে গেছেন সাবেক এই সিটি ফরোয়ার্ড। তাঁর গোল করা ৪৬ ম্যাচের মধ্যে দল জিতেছে ৩৬টিতে, বাকি ১০টিতে ড্র।

মার্তিনেল্লি গোল করলে হারে না আর্সেনালও
রয়টার্স

এই তালিকায় ৫ নম্বরে থাকা খেলোয়াড়টিও বর্তমানে খেলে চলেছেন। তিনি গাব্রিয়েল মার্তিনেল্লি। যাঁর গোল করা ৩৪ ম্যাচের কোনোটিতেই হারেনি আর্সেনাল। ২৯ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র অন্য ৫ ম্যাচে।

এই তালিকায় থাকা ১২ জনের মধ্যে অন্য ৭ জন হলেন সলোমন কালু, ওইভিন্ড লেওনহার্ডসেন, পেদ্রো, আন্তোনিও ভ্যালেন্সিয়া, জিয়ারজিনিও উইনালদাম, মার্কোস আলোনসো ও সিমুস কোলম্যান।

প্রিমিয়ার লিগে যাঁরা গোল করলে দল হারে না