যুক্তরাষ্ট্রে দুটি ক্লাবের মালিকানায় রোনালদিনিও

যুক্তরাষ্ট্রে দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদিনিওগ্রিনভিল এসসির ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রে দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদিনিও। সাউথ ক্যারোলিনাভিত্তিক গ্রিনভিল ট্রায়াম্ফ ও গ্রিনভিল লিবার্টি এক যৌথ বিবৃতিতে ক্লাব দুটির মালিকানা দলে (ওনারশিপ গ্রুপ) তাঁর অন্তর্ভুক্তির খবর দিয়েছে।

গ্রিনভিল ট্রায়াম্ফ খেলে ইউনাইটেড সকার লিগের (ইউএসএল) লিগ ওয়ানে, যা যুক্তরাষ্ট্রের ছেলেদের ফুটবলের তৃতীয় স্তর। আর লিবার্টি খেলে মেয়েদের বিভাগে। তবে এটি এখনো ইউএস সকার ফেডারেশনের অনুমোদন পায়নি।

দুই ক্লাবের মালিকানার অংশ হিসেবে বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে নথিতে সই করেন রোনালদিনিও। তবে কত অংশ বা মালিকানাবাবদ কত টাকা খরচ করেছেন, তা জানা যায়নি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও
এএফপি

দুই ক্লাবের মালিকানায় যুক্ত হওয়ার বিষয়ে রোনালদিনিও বিবৃতিতে জানান, একাডেমির মাধ্যমে ট্রায়াম্ফ ও লিবার্টির জন্য আগামীর ফুটবলার গড়ে তোলা এবং লিবার্টির মেয়েদের ফুটবলের পেশাদার–পূর্ব দল হিসেবে গড়ে ওঠাটা প্রশংসনীয়, ‘আন্তর্জাতিক উপস্থিতিকে মূল্য দেওয়া আর সাংস্কৃতিক বৈচিত্র্যের মিশ্রণ আছে, এমন একটি কমিউনিটির অংশ হওয়া এবং সব বয়সের ও সব পর্যায়ের ফুটবলের উন্নতিতে সহায়তার করার জন্য এটা আমার ও আমার দলের জন্য একটা সুযোগ।’  

২০০২ বিশ্বকাপজয়ী ও ২০০৫ ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকাকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিনভিল ট্রায়াম্ফের চেয়ারম্যান জো আরউইন, ‘রোনালদিনিওকে ট্রায়াম্ফ পরিবারে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। ফুটবলে তাঁর প্রভাব অতুলনীয়, আমাদের মালিকানা দলে তাঁর অন্তর্ভুক্তি ক্লাবের এগিয়ে যাওয়ার পথনির্দেশ করছে।’

আরও পড়ুন

দুই ক্লাবের মালিকানায় রোনালদিনিওর সঙ্গে আছেন তাঁর ভাই রবার্তো অ্যাসিস।
যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অন্যতম শুভেচ্ছাদূত হিসেবে থাকবেন রোনালদিনিও। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই আসরে অন্যতম স্বাগতিক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো।